মরণঘাতী করোনাভাইরাসের চিকিৎসার জন্য এখনো কোনো ওষুধ আবিষ্কৃত হয়নি। তবে করোনাভাইরাসের চিকিৎসায় ‘গোবর’ ও ‘গোমূত্র’ ব্যবহার করা যেতে পারে বলে জানিয়েছেন বিজেপি নেত্রী সুমন হরিপ্রিয়া। তিনি ভারতের আসামের বিজেপি বিধায়ক।
আসামের বিধান সভায় দেওয়া এক বক্তব্যে সুমন হরিপ্রিয়া এ কথা বলেছেন বলে সংবাদ প্রকাশ করেছে ভারতীয় সম্প্রচারমাধ্যম ‘এনডিটিভি’।
সুমন হরিপ্রিয়া বলেন, গোমূত্র ও গোবরের চিকিৎসা গুরুত্ব রয়েছে এবং ক্যানসারের চিকিৎসায় এগুলো ব্যবহার করা হচ্ছে। গুজরাটের একটি আয়ুর্বেদিক হাসপাতাল ক্যানসারের রোগীদের গরুর সঙ্গে এক রুমে রাখে, তাদের শরীরে গোবর মাখা হয় এবং পঞ্চামৃত মিশ্রিত গোমূত্র দেয়া হয় তাদের। এমন চিকিৎসায় একজন ক্যানসার রোগী সুস্থ হওয়ার প্রমাণ আছে আমার কাছে। আমি মনে করি করোনাভাইরাসের চিকিৎসায় গোবর ও গোমূত্র কার্যকর প্রমাণিত হতে পারে।
সাবেক কেন্দ্রীয় মন্ত্রী বিজয়া চক্রবর্তীর মেয়ে হরিপ্রিয়া আরও বলেন, করোনাভাইরাসের প্রতিষেধক আবিষ্কারে ভারতের দিকে তাকিয়ে আছে বিশ্ব, ভারত সবসময় কিছু না কিছু আবিষ্কার করেছে। তাই করোনার চিকিৎসায় গোবর ও গোমূত্র ব্যবহার করা যেতে পারে। বৈজ্ঞানিক বিষয় থাকায় যজ্ঞের সময়ও গোবর ও গোমূত্র ব্যবহার করা হয়।
২০১৬ সালে হাজো আসন থেকে বিধায়ক নির্বাচিত হন হরিপ্রিয়া। রাজনীতিতে যোগ দেয়ার আগে তিনি চলচিত্রে প্রতিষ্ঠা পেয়েছিলেন।
তবে হরিপ্রিয়াই প্রথম নন, ক্যানসার সারানোর দাওয়াই হিসেবে গোমূত্রের কথা বলে বিতর্কে জড়িয়েছিলেন আর এক বিজেপি নেত্রী তথা সাংসদ সাধ্বী প্রজ্ঞা। গত বছর তিনি দাবি করেছিলেন যে, গোমূত্র ব্যবহারেই নাকি তার স্তন ক্যানসার সেরে গেছে।