দশম শ্রেনীর এক ছাত্রীকে ধর্ষনের অভিযোগে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার গোলাইডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের খন্ডকালীন শিক্ষক সাইফুল ইসলামকে (৩০) আটক করেছে পুলিশ।
বুধবার বিকেলে স্কুল থেকে তাকে আটক করা হয়। সাইফুল ইসলাম উপজেলার চারিগ্রাম ইউনিয়নের আত্রাইল গ্রামের মাসুম আলীর ছেলে।
স্কুলের প্রধান শিক্ষক আমীনুর রহমান জানান, গত বছরের ডিসেম্বর মাসে পরীক্ষায় সহযোগিতা করার আশ্বাস দিয়ে দশম শ্রেণির ছাত্রীকে জোড়পূর্বক ধর্ষণ করে স্কুলের খণ্ডকালীন শিক্ষক সাইফুল ইসলাম। তখন ইজ্জত সম্মানের ভয়ে ঘটনাটি চেপে যায় মেয়েটি। মানসিক যন্ত্রণায় একপর্যায়ে ওই ছাত্রী আত্মহত্যা করতে চেয়েছিলেন।
মঙ্গলবার (৩মার্চ) বিকালে শিক্ষার্থীর বাড়ী (নানীর বাড়ী) তে প্রাইভেট পড়াতে গিয়ে জোড়পূর্বক ধর্ষনের চেষ্টা চালায় ওই শিক্ষক। বুধবার দুপুরে ওই শিক্ষার্থী বিস্তারিত ঘটনা খুলে বলে। তাৎক্ষনিক ভাবে অভিযুক্ত স্কুল শিক্ষক সাইফুল ইসলামকে অফিস রুমে আটকে রেখে বিষয়টি সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুনা লায়লা ও থানা পুলিশকে জানানো হয়।
বিকাল ৪টার দিকে পুলিশ এসে শিক্ষক সাইফুল ইসলামকে আটক করে থানায় নিয়ে যায়।
সিংগাইর থানার ওসি (তদন্ত) হাবিবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে খন্ডকালীন শিক্ষক সাইফুল ইসলামকে আটক করা হয়েছে। ধর্ষিতা ছাত্রী ও তার পরিবারের লোকজনের সাথে কথা বলে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।