করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতামূলক লিপলেট বিতরণ করছে 'ক্রাইম প্রতিদিন' পরিবার।
শনিবার বিকালে মিরপুর-১০ নম্বর গোলচক্কর হতে মিরপুর-১৪ নম্বর গোলচক্কর পর্যন্ত করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতামূলক লিপলেট বিতরনের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করেন 'ক্রাইম প্রতিদিন' পত্রিকার সম্পাদক এ জেড এম মাইনুল ইসলাম পলাশ।
এমন উদ্যোগকে সাধুবাদ জানান প্রশাসন, জনগন ও খেটে খাওয়া সাধারন মানুষ।
'ক্রাইম প্রতিদিন' পত্রিকার সম্পাদক এ জেড এম মাইনুল ইসলাম পলাশ বলেন, করোনা ভাইরাসে আতংকিত হওয়ার কিছু নেই। সচেতন হলেই এই ভাইরাস থেকে আল্লাহ মুক্ত রাখবেন। বিশেষ করে প্রবাসীদের হোম কোয়ারেন্টানে ১৪দিন অবস্থান করতে হবে।
'ক্রাইম প্রতিদিন' পত্রিকার প্রধান সহ-সম্পাদক ইব্রাহিম গাজী, করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতামূলক এই লিপলেট প্রত্যেকের হাতে হাতে পৌঁছে দিতে 'ক্রাইম প্রতিদিন' পত্রিকার সারা দেশের সকল প্রতিনিধিদের নির্দেশ প্রদান করেন।