গত ২৪ ঘণ্টায় দেশে নতুন কোনো করোনাভাইরাস (কভিড-১৯) আক্রান্ত শনাক্ত হয়নি। আগের আক্রান্তদের মধ্যে আরও চারজন সেরে উঠেছেন।
শনিবার দুপুরে অনলাইন ব্রিফিংয়ে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট-আইইডিসিআরের পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান।
ফলে এখন পর্যন্ত দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৪৮ জনই রয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন পাঁচজন। আগের ১১ জনসহ সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন মোট ১৫ জন।
আইইডিসিআর পরিচালক জানান, নিশ্চিত কিংবা সন্দেহভাজন আক্রান্ত হিসেবে বর্তমানে আইসোলেশনে রয়েছেন ৪৭ জন। এখন পর্যন্ত মোট ২৮৪ জন আইসোলেশনে ছিলেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় আরও ৪২ জনের নমুনা পরীক্ষা করেছে আইইডিসিআর। সবমিলিয়ে এক হাজার ৬৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এছাড়া চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় পাঁচজনসহ মোট আটজনের নমুনা পরীক্ষা করা হয়েছে।
মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, যারা সুস্থ হয়ে গেছেন, তাদের মধ্যে সর্বোচ্চ ১৬ দিন পর্যন্ত কেউ কেউ হাসপাতালে ছিলেন। তাদেরকে লক্ষণ-উপসর্গ অনুযায়ী চিকিৎসা দেওয়া হয়েছিল।