• ❐ www.crimeprotidin.com ❐ ৮ম বর্ষ ❐ ঢাকা ❐ ২৯ মার্চ, ২০২০ ❐ dailycrimeprotidin@gmail.com ❐

তারুণ্যের আহবানে আগামীর বাংলাদেশ

মো: ইসমত দ্দোহা

কভিড -১৯, করোনাভাইরাস মহামারিতে বিশ্ব আজ নীরব। বিশ্বের প্রায় ২০০ দেশে চলছে করোনাভাইরাস তান্ডব, নভেম্বর -২০১৯ তারিখে চীনের উহান প্রদেশে প্রথম মানবদেহে করোনাভাইরাসের জীবাণু ধরা পড়ে। চীন আজ করোনা মুক্ত হলেও ইতিমধ্যে ছড়িয়ে গেছে সারাবিশ্বে। যা আজ বৈশ্বিক মহামারিতে পরিণত। বিশ্বস্বাস্থ্য  সংস্হা এই রোগকে কভিডি -১৯ নামকরণ করে ১১ ই জানুয়ারি ২০২০ সালে। কভিড -১৯ কে মহামারি আখ্যায়িত করে ১১ ই মার্চ ২০২০ সালে।

বাংলাদেশে প্রথম করোনা ভাইরাসের রোগী ধরা পড়ে ০৮ ই মার্চ ২০২০। সাথে সাথেই সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে, বিদেশ হতে আগতদের স্বাস্থ্য পরীক্ষা, জাতীয় পর্যায়ের সব অনুষ্ঠিন স্হগিত, স্কুল -কলেজ বন্ধ ঘোষণা। ২৬ শে মার্চ হতে আগামী ০৪ ই এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণার মাধ্যমে চূড়ান্ত প্রতিরোধ ব্যবস্থা শুরু করে। সরকারের সকল প্রতিষ্ঠান একযোগে কার্যক্রম শুরু করে, শুরু হয় চিকিৎসা ব্যবস্থা, জনগনকে সচেতন করার মাধ্যমে ঘরে ফেরা কর্মসূচি। প্রশাসনের পাশাপাশি গ্রাম -গন্জেও চলছে ব্যক্তি উদ্যোগ ও সাংগঠনিক উদ্দ্যোগে জনসেবামূলক কার্যক্রম। জাতীয় এই দুর্যোগে এগিয়ে এসেছে আমাদের গ্রামীণ তরুণ সমাজ, অচেনা এই রোগের বিরুদ্ধে সবাই চালিয়ে যা্চ্ছে প্রচলিত  প্রতিরোধ ব্যবস্থা লিফলেট বিতরণ, মাইকিং, জীবাণু রোধক স্প্রে। সমাজের অনেক প্রতিষ্ঠিত ব্যক্তিরা যখন নিজেদের কোয়ানন্টাইনে রেখেছেন সেখানে হাজির পাড়া ইউনিয়ন যুবলীগের আহবায়ক মনির হোসেনের নেতৃত্বে চলছে সচেতনতামূলক কার্যক্রম। শিবপুর দরিদ্র তহবিলের উদ্যোক্তা সজিবের নেতৃত্বে চলছে জীবাণু রোধক স্প্রে, গোফরান স্মৃতি পাঠাগারের উদ্যোগে চলছে জনগনকে তথ্য সরবরাহ ও জীবাণুনাশক স্প্রে কার্যক্রম। জাতীয় এই দুর্যোগে তরুণ সমাজের ব্যক্তি উদ্যোগে জনসচেতনতামূলক কার্যক্রম প্রশংসার দাবীদার, পাশাপাশি বিওশালীদেরও আহবান জানানো হচ্ছে অসহায়দের পাশে দাঁড়ানোর জন্য। অদৃশ্য এই শত্রু 'র বিরুদ্ধে সামাজিক ভাবে তরুনদের এই অংশগ্রহণ ও সমাজ সেবা ও নতুন এক বাংলাদেশ নির্মাণের আশা জাগাচ্ছে।

বৈশ্বিক এই প্রাকৃতিক দুর্যোগ এক সময় শেষ হবে। আবিষ্কার হবে কার্যকর প্রতিশোধক, কিন্তু এই মুহুর্তে যারা ভাইরাসের নির্মমতার স্বীকার হয়ে প্রিয় স্বজনদের সান্নিধ্যবিহীন বিদায় নিচ্ছে পৃথিবী থেকে তাদের এই হাহাকার থেকে যাবে আজন্ম।

প্রশাসনের পাশাপাশি জনগণ চায় জনপ্রতিনিধি, রাজনৈতিক সংগঠন, ব্যবসায়ী সমাজ, ও বিওশালীদের ব্যাপক অংশগ্রহণ। বৈশ্বিক এই সমস্যা মোকাবেলায়  সরকারের পাশাপাশি সর্বস্তরের জনগণের অংশগ্রহণ প্রয়োজন। দেশের জনগণ হিসেবে আমরা সবাই দায়বদ্ধ দেশের মাটির কাছে।