• ❐ www.crimeprotidin.com ❐ ৮ম বর্ষ ❐ ঢাকা ❐ ২৯ মার্চ, ২০২০ ❐ dailycrimeprotidin@gmail.com ❐

কুর্মিটোলায় করোনা ইউনিটে একজনের মৃত্যু

ক্রাইম প্রতিদিন ডেস্ক

কুর্মিটোলা হাসপাতালে করোনা ইউনিটে এক রোগী মারা গেছেন। শনিবার (২৮ মার্চ) তিনি মৃত্যুবরণ করেন। সংশ্লিষ্ট চিকিৎসকরা বলছেন, তার করোনার মারাত্মক লক্ষণ ছিল।

 তবে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) এখনও নিশ্চিত করতে পারেনি; ওই লোক করোনায় আক্রান্ত ছিলেন কি না।

এ ব্যাপারে প্রতিষ্ঠানটির প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আলমগীর হোসেন জানিয়েছেন, গতকাল মারা গেলেও নমুনা সংগ্রহ করা হয়েছে আজ রোববার সকালে। সন্ধ্যা নাগাদ ফলাফল জানা যাবে বলে নিশ্চিত করেন এ কর্মকর্তা।

সংশ্লিষ্টরা জানান, মারা যাওয়া ওই রোগীর স্ত্রী ও সন্তানের নমুনা সংগ্রহ করা হয়েছে। 

এর আগে অসুস্থ অবস্থায় রোগীকে রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, গত শুক্রবার প্রস্রাবের সমস্যা নিয়ে ভর্তি হতে আসেন এক রোগী। সঙ্কটাপন্ন অবস্থায় জরুরি বিভাগ থেকে ওই রোগীকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তির সুপারিশ করা হয়। পরে আইসিইউ চিকিৎসক গেল ১০ দিন জ্বর, নিউমোনিয়াসহ বিভিন্ন রোগ লক্ষণ দেখে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে যাওয়ার পরামর্শ দেয়। নিহত ব্যক্তির দাফন সম্পন্ন হয়েছে।