• ❐ www.crimeprotidin.com ❐ ৮ম বর্ষ ❐ ঢাকা ❐ ৩০ মার্চ, ২০২০ ❐ dailycrimeprotidin@gmail.com ❐

হোটেলে দুঃস্থ অসহায়দের বিনামূল্যে খাওয়ার ব্যবস্থা করেছে চাঁদপুরের জেলা প্রশাসন

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর জেলা প্রশাসনের সহযোগিতায় চাঁদপুর ডায়াবেটিক সমিতি ও চক্ষু হাসপাতালে অর্ধেক মূল্য ছাড়ে ঔষধ, সাবান, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার দেয়া হচ্ছে। শহরের ৪টি হোটেলে গরীব লোকজনদের বিনামূল্যে খাওয়ার ব্যবস্থা করেছে জেলা প্রশাসন।

চাঁদপুরের শহরের হোটেল হলো, আল আরাফ হোটেল,ক্যাফে ঝিল হোটেল, চাঁদপুর হোটেল, আজিজিয়া হোটেল। জেলা প্রশাসন কার্যালয় সূত্রে জানা গেছে, শহরের অভিজাত এ ৪টি হোটেলে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে, ‘প্রতিদিন ওইসব দুঃস্থ অসহায় মানুষ বিনা পয়সায় হোটেলগুলোতে খেয়ে যাবে। আর দিনশেষে তার বিল নিজেই পরিশোধ করবেন জেলা প্রশাসক মাজেদুর রহমান খাঁন।’

এদিকে করোনা ভাইরাস প্রতিরোধে চলামান সংকট উত্তরণে চাঁদপুরে হতদরিদ্র মানুষের জন্য বিনামূল্যে খাদ্য সহায়তা চালু করেছে জেলা প্রশাসন। সামাজিক দূরত্ব বজায় রাখার মাধ্যমে এসব লোকজনের মাঝে দেয়া হচ্ছে চাল-আলুসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী। এছাড়া হতদরিদ্র লোকজনকে অর্ধেক মূল্য ছাড়ে দেয়া হচ্ছে ঔষধ।

জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান জানিয়েছে,‘দেশের এই ক্রান্তিলগ্নে খেটে খাওয়া হতদরিদ্র লোকজনের জন্য প্রশাসনের পক্ষ থেকে বিনামূল্যে খাদ্য সহায়তা,ঔষধ প্রদান,নগদ অর্থ সহায়তা সহ সকল ধরনের সহায়তা করা হচ্ছে। করোনা ভাইরাস সংক্রমণরোধে হতদরিদ্র মানুষের জন্য জেলা প্রশাসনের এই কার্যক্রম অব্যাহত থাকবে।’