• ❐ www.crimeprotidin.com ❐ ৮ম বর্ষ ❐ ঢাকা ❐ ৩১ মার্চ, ২০২০ ❐ dailycrimeprotidin@gmail.com ❐

ভারতে একদিনে রেকর্ডসংখ্যক ২২৭ জন করোনায় আক্রান্ত

ক্রাইম প্রতিদিন ডেস্ক

ভারতজুড়ে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ২১ দিনের লকডাউন চলছে।

তবে এই লকডাউনের মধ্যেই বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ২২৭ জন রোগীর শরীরে কোভিড-১৯ পজিটিভ ধরা পড়েছে। খবর এনডিটিভির।

ভারতে একদিনে আক্রান্তের হিসেবে এটিই সর্বোচ্চ সংখ্যা। সব মিলিয়ে ভারতে বর্তমানে ওই প্রাণঘাতী ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১ হাজার ২৫১ জন।

এর মধ্যে ১০২ জন সুস্থ হয়ে ঘরে ফিরেছেন এবং ৩২ জন মারা গেছেন। সোমবার দেশের রাজ্যগুলোর মধ্যে সবচেয়ে দ্রুত হারে করোনা সংক্রমণ বেড়েছে দিল্লিতে।

রাজধানীতে ২৫ জন নতুন করোনা রোগীর সন্ধান পাওয়া গেছে। ফলে সেখানে ওই ভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা ৯৭।

করোনাভাইরাসের সংক্রমণের ধরন ভারতে এখনও স্থানীয় সংক্রমণের স্তরেই রয়েছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।