• ❐ www.crimeprotidin.com ❐ ৮ম বর্ষ ❐ ঢাকা ❐ ২ এপ্রিল, ২০২০ ❐ dailycrimeprotidin@gmail.com ❐

এবার শ্রীপুরে সংবাদ কর্মীকে পেটালো পুলিশ!

ইকবাল হোসেন, গাজীপুর

গাজীপুরের শ্রীপুরে সাগর আহমেদ মিলন নামের এক সংবাদকর্মীকে পিটিয়েছে পুলিশ। গতকাল ১ এপ্রিল সন্ধ্যায়  সাড়ে সাতটায় শ্রীপুর পৌরসভার আনসার রোডের  আমতলী মোড়ে মোড়ে সাগর আহমেদ মিলন নামে একজন সংবাদকর্মীকে পিটিয়েছে শ্রীপুর থানার এসআই অশোক কুমার।      

এই মহামারী ভাইরাসকে প্রতিরোধ করার জন্য জনসাধারণকে ঘরে থাকার নির্দেশ দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। এ দুর্যোগময় মূহুর্তের  পেশাকৃত দায়িত্ব পালনের সময় পুলিশকে  জনগণের সাথে সহনশীল আচরণের নির্দেশ দেওয়া হয়, কিন্তু  শ্রীপুরের থানার এস আই অশোক কুমার একজন সংবাদকর্মীকে পিটানোর ঘটনা সাধারণ মানুষ রয়েছে আতঙ্কে।

শ্রীপুর পৌরসভার আনসার রোডে সন্ধ্যা সাড়ে সাতটায় সংবাদকর্মী সাগর আহমেদ মিলন ঔষুধ কিনতে আসলে তাকে বেদম পেটায় এস আই অশোক কুমার।

একটি অলাইন ২৪ ঘন্টা টিভির স্টাফ রিপোর্টার সাগর আহামেদ (মিলন) এর উপর  শ্রীপুর থানার  এস আই অশোক  কুমার হঠাৎ করে এসেই জনসম্মুখে বেধোক মারপিট শুরু করেন। পরে সাগর আহমেদ (মিলন) এসআইকে পরিচয় দিয়ে বলে ভাই আমি একজন  সংবাদকর্মী তারপরও শুনেনি মারতেই  থাকে।

সংবাদকর্মী মিলন আহমেদ সাগর জানান, আমি বাসা থেকে বের হচ্ছি ফার্মেসিতে ওষুধ কেনার জন্য,আমি রাস্তায় আসার পর দুইজন পুলিশ আমাকে দেখে গাড়ি থেকে নেমে আসে এসেই আমাকে মারপিট শুরু করেন।

একজন সংবাদকর্মীকে এভাবে মারপিট করা এলাকার সাধারন জনগণসহ সবাই নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

এ বিষয়ে শ্রীপুর থানার এসআই অশোক কুমার এর কাছে মুঠোফোনে জানতে চাইলে সে ক্রাইম প্রতিদিনকে বলেন, দেশের বর্তমান পরিস্থিতির কথা। তাকে কি জন্য মারপিট করা হয়েছে? এসব উত্তর না দিয়ে তিনি বলেন, আজ থেকে দেশে সেনাবাহিনী নেমেছে।

এবিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ ওসি লিয়াকত আলী ক্রাইম প্রতিদিনকে বলেন, আমি এই ব্যাপারটা মাত্র জানতে পারলাম।