• ❐ www.crimeprotidin.com ❐ ৮ম বর্ষ ❐ ঢাকা ❐ ৪ এপ্রিল, ২০২০ ❐ dailycrimeprotidin@gmail.com ❐

এমপি একরামের নির্দেশে ত্রাণ নিয়ে হতদরিদ্রের মাঝে পিন্টু

সালাহ উদ্দিন সুমন, নোয়াখালী

মহামারী করোনা ভাইরাসের কারণে সারাদেশের ন্যায় নোয়াখালীতেও চলাফেরা,কাজকর্ম করা,দোকানপাট খোলা রাখার উপর বিধি নিষেধ করা হয়েছে । এতে করে এখানকার খেটে খাওয়া মানুষগুলো কর্মহীন হয়ে বেকার জীবন যাপন করছেন । খাদ্য সামগ্রীর যাতে কোন সমস্যা সৃষ্টি না হয় তার জন্য নোয়াখালী সদর সুবর্ণচরের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী ৫০ হাজার পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণের প্রক্রিয়া অব্যাহত রেখেছেন । 

তারই ধারাবাহিকতায় একরামুল করিম চৌধুরীর নির্দেশে এবং অর্থায়নে কর্মহীন এবং গৃহবন্দি,দুস্থ ও অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন পৌর আওয়ামীলীগ সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু । শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত নোয়াখালী পৌর এলাকার ফকিরপুরস্থ তার নিজ বাস ভবনে এ ত্রাণ সামগ্রী বিতরণ করেন । এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবুল হাসনাত আদনান,জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন শিপু,সাবেক মানব সম্পদ উন্নয়ন সম্পাদক ইমাম উদ্দিন রাসেল,উপ-দপ্তর সম্পাদক ইয়াছিন প্রমুখ। 

পৌরবাসীর উদ্দেশ্যে আবদুল ওয়াদুদ পিন্টু বলেন, আমার নেতা একরামুল করিম চৌধুরীর নির্দেশে এবং অর্থায়নে আমি পৌর এলাকায় গরিব,দুস্থ ও অসহায়দের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করি । আমার নেতার নির্দেশ পৌর এলাকার কোন মানুষ যাতে না খেয়ে থাকতে হয়। পৌরবাসীর কোন প্রয়োজন হলে আমাকে অথবা আমার নেতা একরামুল করিম চৌধুরী এমপিকে অবহিত করলে সমস্যার সমাধান হয়ে যাবে ।