• ❐ www.crimeprotidin.com ❐ ৮ম বর্ষ ❐ ঢাকা ❐ ৪ এপ্রিল, ২০২০ ❐ dailycrimeprotidin@gmail.com ❐

শিল্প-প্রতিষ্ঠান খুলছে, তাই পায়ে হেঁটে ঢাকার পথে হাজারো মানুষ

ক্রাইম প্রতিদিন ডেস্ক

রাজধানী ও আশপাশের কয়েকটি পোশাক কারখানাসহ কিছু শিল্প-প্রতিষ্ঠান খুলছে। এ কারণে ময়মনসিংহ বিভাগসহ দেশের বিভিন্ন অঞ্চলে ছুটি কাটাতে যাওয়া শ্রমিক ও কর্মচারীরা ফিরছেন কর্মস্থলে। এদিকে করোনাভাইরাস পরিস্থিতিতে গণপরিবহন বন্ধ। এতে হাজার হাজার মানুষকে পায়ে হেঁটেই কর্মস্থলে ফিরতে দেখা যাচ্ছে।

গতকাল শুক্রবার ও আজ শনিবার ময়মনসিংহ থেকে হেঁটে ১১২ কিলোমিটার দূরের ঢাকার পথে হাজারো শ্রমিকের দেখা মিলছে।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রমিক ও নিম্ন আয়ের মানুষদের অনেকেই স্থানীয় যানবাহনে করে ঢাকার দিকে আসার চেষ্টা করেন। এছাড়া যানবাহন খুঁজে না পেয়ে হেঁটেই বহু মানুষ রওনা হয়েছেন।

গতকাল শুক্রবার সকাল থেকেই ময়মনসিংহ ব্রিজের বাসস্ট্যান্ড এলাকা থেকে বহু শ্রমিক ও শ্রমজীবী মানুষকে ঢাকার দিকে হেঁটে যেতে দেখা যায়, যা আজও অব্যাহত রয়েছে।

এর আগে ২৫ এপ্রিল থেকে ৪ এপ্রিল পর্যন্ত ‘সব নিট গার্মেন্টস’ বন্ধ রাখার নির্দেশ দেয় বিকেএমইএ। এরপর অনেক কারখানা উৎপাদন শুরুর প্রস্তুতি নেয়। ফলে কর্মীদের কাজে যোগদান করার তাড়া রয়েছে। এ কারণে গণপরিবহনের অপেক্ষা না করেই ঢাকার পথে পায়ে হেঁটে রওনা দিয়েছেন অনেকেই।