• ❐ www.crimeprotidin.com ❐ ৮ম বর্ষ ❐ ঢাকা ❐ ৪ এপ্রিল, ২০২০ ❐ dailycrimeprotidin@gmail.com ❐

সরকারি চাল কালো বাজারে বিক্রির সময় জব্দ, খাদ্য কর্মকর্তা লাঞ্চিত, আহত ৫

বগুড়া প্রতিনিধি

বগুড়ার শিবগঞ্জে ১০ টাকা কেজি দরের চাল কালো বাজারে বিক্রির সময় হাতে নাতে জব্দ করার পর হামলায় খাদ্য কর্মকর্তা, ইউপি সদস্যসহ ৫জন আহত হয়েছেন। এ ঘটনায় চেয়ারম্যান, ডিলারসহ ৫জনের নামে থানায় অভিযোগ করা হয়েছে।

জানাযায়, শিবগঞ্জ উপজেলার ময়দানহাট্রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম রুপমের ছোট ভাই ডিলার মশিউর রহমান চয়ন শুক্রবার তার কোপা বাজারে ১৮ বস্তা চাল কালো বাজারে বিক্রি করেন। খবর পেয়ে সেখানে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কামাল হোসেন সরকার, স্থানীয় ইউপি সদস্য শাহনাজ পারভীনকে নিয়ে সেখানে গিয়ে ১৮ বস্তা চাল জব্দ করেন। তখন উপস্থিত ডিলারের সহযোগিরা হামলা করে চাল ছিনিয়ে নিয়ে যায়। এসময় হামলায় খাদ্য নিয়ন্ত্রক কামাল হোসেন সরকার, মহিলা ইউপি সদস্য শাহনাজ বেগম, সহ ৫ জন আহত হয়।

ইউপি চেয়ারম্যান এসএম রুপম জানান, আমি ঘটনার সময় ওখানে ছিলাম না। তাই এর সাথে আমি জড়িত নই। তবে এধরনের ঘটনা ঘটলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।

শিবগঞ্জ থানার ওসি মিজানুর রহমান জানান, একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর কবির জানান, ময়দান হাটায় ১০ টাকা কেজির চাল বিক্রির সময় অনিয়ম হচ্ছিল। ওই সময় বাধা দেয়ায় খাদ্য কর্মকর্তা, ইউপি সদস্যসহ কয়েকজনকে লাঞ্চিত করা হয়।