• ❐ www.crimeprotidin.com ❐ ৮ম বর্ষ ❐ ঢাকা ❐ ৫ এপ্রিল, ২০২০ ❐ dailycrimeprotidin@gmail.com ❐

নড়াইলে ১০ টাকা কেজির চাল বিক্রি শুরু!

হুমায়ুন কবীর রিন্টু, নড়াইল

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে বিধিনিষেধে ঘরবন্দি শ্রমজীবী মানুষ। তাদের সহায়তায় সরকার খোলা বাজারে (ওএমএস) ১০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু করেছে। তারই ধারাবাহিকতায় আজ রবিবার (৫ এপ্রিল ) সকালে নড়াইল  পুরাতন বাস টার্মিনাল ময়নুল ইসলাম বাবুর ডিলারের দোকানে চাল বিক্রির মাধ্যমে এই বিশেষ ওএমএস কার্যক্রম  উদ্বোধন করা হয়।

এ কার্যক্রমে প্রতিদিন ১০ টন চাল পৌরসভার ৯টি ওয়ার্ডে ১১ জন ডিলারের মাধ্যমে সপ্তাহে ৩ দিন সকাল ১০ টা থেকে বিকাল ৩টা পর্যন্ত আগে আসলে আগে পাবেন এ ভিত্তিতে চলবে। প্রতিজনকে ১০ টাকা দরে ৫ কেজি করে চাল দেয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক আনজুমান আরা, পৌর মেয়র জাহাঙ্গীর হোসেন বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা সেলিম, জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) শেখ মনিরুল হাসান, ওসিএলএসডি তরুন বালা, খাদ্য পরিদর্শক অর্পূব সরকার, সহকারী খাদ্য পরিদর্শক সুকান্ত সিকদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত অারা বেগম প্রমুখ।