• ❐ www.crimeprotidin.com ❐ ৮ম বর্ষ ❐ ঢাকা ❐ ৬ এপ্রিল, ২০২০ ❐ dailycrimeprotidin@gmail.com ❐

এবার মানিকগঞ্জের চেয়ারম্যানের বিরুদ্ধে চাল আত্মসাতের অভিযোগ

আলমগীর হোসেন

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের ২০১৯-২০২০ অর্থবছরে জাটকা আহরণে বিরত থাকার জন্য বিশেষ ভিজিএফ কর্মসূচির আওতায় জেলে পরিবারের মাঝে চাল বিতরণে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।

জানা যায়, গত শুক্রবার রামকৃষ্ণপুর ইউনিয়নের ৯৩ জন জেলের মাঝে এ কর্মসূচির আওতায় চাল বিতরণ করা হয়। প্রত্যেকের অনুকূলে ৮০ কেজি চাল বরাদ্দ থাকলেও তা বিতরণে ব্যাপক অনিয়ম পাওয়া গেছে।
 
এ ব্যাপারে অন্তত ২২ জন সুবিধাভোগী জেলের সাথে কথা বলে জানা যায়, তাদের মধ্যে কেউ কেউ ৭০-৭৩ কেজি এবং কেউ কেউ ৩৫-৩৬ কেজি করে চাল পেয়েছেন। প্রত্যেকের নিকট থেকে গোডাউন হতে ইউনিয়ন পরিষদে চাল পরিবহনের ভাড়া বাবদ গ্রাম পুলিশ ও ওয়ার্ড সদস্যদের মাধ্যমে ১০০ টাকা করে নেয়া হয়েছে।

বিতরণকৃত তালিকায় নাম থাকলেও ইউনিয়নের ৩নং ওয়ার্ডের নুরুল ইসলাম ও গোবিন্দ রাজবংশী জানান, তারা কোন চাল পাননি এবং তারা এ ব্যাপারে কিছুই জানেন না।

এছাড়াও, যারা মাছ ধরা ও মাছ বিক্রির সাথে জড়িত (জেলে) নন এমন কয়েকজনকেও চাল দেয়া হয়েছে। এদের মধ্যে রয়েছেন, ইউনিয়নের ৪নং ওয়ার্ডের শংকর কুমার দাস (কৃষক ও দিনমজুর) এবং ৯নং ওয়ার্ডের মোজাফফর (রিকশাচালক)।

এ ব্যাপারে ট্যাগ অফিসারের দায়িত্বে থাকা মানিকনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. জাকারিয়া খান বলেন, আমি সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. নায়েব আলী এর প্রতিনিধি হিসেবে ট্যাগ অফিসারের দায়িত্ব পালন করেছি। আমি সকাল ১১টা থেকে দুপুর ১২.৩০টা পর্যন্ত ওখানে ছিলাম। পরে জুম্মার নামাজ আদায়ের জন্য চলে এসে পরে আর যাইনি। আমি থাকাকালীন সময়ে এ রকম কোন অনিয়ম হয়নি।

৩নং ওয়ার্ড সদস্য মোহাম্মদ আলী বলেন, "আমি না, চেয়ারম্যান চাল বিতরণ করেছেন। আমি শুধু জেলেদের স্লিপ দিয়েছি"। টাকা নেয়ার ব্যাপারে তিনি বলেন, "আমি জেলেদের নিকট থেকে গাড়ি ভাড়ার জন্য ৪৫০ টাকা নিয়েছি" । অবশিষ্ট চালের বিষয়ে তিনি বলেন, "অবশিষ্ট চাল চেয়ারম্যানের কাছে আছে"।

অভিযোগের বিষয় অস্বীকার করে রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামাল হোসেন বলেন, চাল সুষ্ঠভাবে বিতরণ করা হয়েছে। কোন অনিয়ম হয়নি।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার সাবিনা ইয়াসমিন বলেন, এ বিষয়ে আমি কিছু জানি না। তবে অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।