• ❐ www.crimeprotidin.com ❐ ৮ম বর্ষ ❐ ঢাকা ❐ ১০ এপ্রিল, ২০২০ ❐ dailycrimeprotidin@gmail.com ❐

সরকারি ৬০ বস্তা চাল আত্মসাতের অভিযোগে আ'লীগ নেতা আটক

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় সরকারি চাল আত্মসাতের অভিযোগে ইউনিয়ন আওয়ামী লীগের নেতাসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন উপজেলার দিগদাইড় ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তফা, ট্রলিচালক উজ্জ্বল ও চাল ব্যবসায়ী চাঁন মিয়া।

তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ বৃহস্পতিবার দুপুরে সহকারী উপপরিদর্শক (এএসআই) অরুণ কৃষ্ণ দাসের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। তারা উপজেলার বরুহা সেতু এলাকা থেকে ১০ টাকা কেজি দরের ৬০ বস্তা চালসহ একটি ট্রলি জব্দ করে ও চালক উজ্জ্বলকে আটক করে থানায় নিয়ে আসেন।

ওসি আরো জানান, ‘জিজ্ঞাসাবাদে চালক জানায় যে, দিগদাইড় ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তফার নির্দেশে তাঁর গুদাম থেকে এসব চাল তাড়াইল বাজারের ব্যবসায়ী চাঁন মিয়ার দোকানে নিয়ে যাচ্ছিলেন। চালকের স্বীকারোক্তি অনুযায়ী পরে পুলিশ অভিযান চালিয়ে ওই আওয়ামী লীগ নেতা ও চাল ব্যবসায়ী চাঁন মিয়াকে আটক করে।’

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তারেক মাহমুদের নির্দেশে ওই ডিলারের গুদাম সিলগালা করা দেওয়া হয়।

ইউএনও মো. তারেক মাহমুদ বলেন, ‘৬০ বস্তা চাল কালোবাজারে বিক্রয়ের অপরাধে দ্রুত থানায় মামলার জন্য খাদ্য বিভাগের কর্মকর্তাকে বলেছি।’

ওসি মো. মুজিবুর রহমান আরো জানান, রাত সাড়ে ৯টার দিকে উপজেলা খাদ্য কর্মকর্তা জিন্নাত সামসুন্নাহার বাদী হয়ে কালোবাজারে চাল বিক্রয়ের অপরাধে আটক তিনজরকে আসামি করে থানায় একটি মামলা করেছেন।