• ❐ www.crimeprotidin.com ❐ ৮ম বর্ষ ❐ ঢাকা ❐ ১৪ এপ্রিল, ২০২০ ❐ dailycrimeprotidin@gmail.com ❐

সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারী হলেন সৌদি আরবের রাষ্ট্রদূত

ক্রাইম প্রতিদিন ডেস্ক

সৌদি আরবের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। তাঁকে রাষ্ট্রদূত হিসেবে তিন বছর মেয়াদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

আজ সোমবার জাবেদ পাটোয়ারীর অবসরোত্তর ছুটি ও সংশ্লিষ্ট সুবিধা স্থগিতের শর্তে এই নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের উপসচিব অলিউর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ‘বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীকে সরকারি চাকরি আইন ২০১৮ এর ৪৯ ধারা অনুযায়ী তাঁর অবসরোত্তর ছুটি ও তৎসংশ্লিষ্ট সুবিধা স্থগিতের শর্তে আগামী ১৫ এপ্রিল (২০২০) অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছর মেয়াদে সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ার জন্য তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হলো।’

এই নিয়োগের শর্তাবলি অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে এবং জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।

ড. জাবেদ পাটোয়ারী বর্তমানে সৌদি আরবে কর্মরত রাষ্ট্রদূত গোলাম মসিহর স্থলাভিষিক্ত হবেন।