• ❐ www.crimeprotidin.com ❐ ৮ম বর্ষ ❐ ঢাকা ❐ ১৫ এপ্রিল, ২০২০ ❐ dailycrimeprotidin@gmail.com ❐

নড়াইল খাদ্য গুদামে নির্বাহী কর্মকর্তা সালমার আকস্মিক অভিযান!

হুমায়ুন কবীর রিন্টু, নড়াইল

নড়াইল সদর খাদ্য গুদামে আকস্মিক ঝটিকা অভিযান পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা সেলিম। 

বুধবার (১৫এপ্রিল) সকালে আকস্মিক অভিযানে বের হন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা সেলিম। 

আরও পড়ুন: সাংবাদিকদের খোঁজ-খবর কেউ রাখে না!

নড়াইল সদর খাদ্য গুদামে গিয়ে তিনি ৫০ কেজি ওজনের একাধিক চালের বস্তা ওজন করে চালের পরিমান দেখেন। ওজন পরিমাপ যন্ত্র পরীক্ষা করেন। এমনকি খাদ্য অধিদপ্তরের অধিনে পরিচালিত ডিলারদের দেয়ার জন্য এবং ইউনিয়ন পরিষদে দেয়ার জন্য রক্ষিত ৫০ কেজি চালের অন্তত ২০টি বস্তার ওজন পরীক্ষা করেন। বিভিন্ন ইউনিয়ন পরিষদ হতে চাল নেয়ার সময় তিনি দাঁড়িয়ে থেকে ওজন পর্যবেক্ষন করেন। 

এ সময় জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) শেখ মনিরুল হাসান, সদর ওসিএলএসডি তরুন বালা, নড়াইল-২ আসনের সাংসদ মাশরাফি বিন মোর্ত্তজার প্রতিনিধি তাজুল ইসলাম উপস্থিত ছিলেন। 

আরও পড়ুন: ত্রাণ আত্মসাৎ : ৪ ইউপি চেয়ারম্যান ও ৫ সদস্য বরখাস্ত

এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা সেলিম পরিমাপ যন্ত্র ও ওজন সঠিক দেখে সন্তোষ প্রকাশ করেন। তারপরও তিনি পিআইসিদের সঠিক ওজন বুঝে নেয়ার জন্য অনুরোধ করে বলেন, ওজন ঠিকমত না পেলে তাকে জানানোর জন্য অনুরোধ করেন। একই সাথে তিনি উপস্থিত সংশ্লিষ্ট কর্মকর্তাদের সরকারি নির্দেশনা মেনে সঠিক ওজন ও মান নিয়ন্ত্রণ করে স্বচ্ছতার সাথে কাজ করার নির্দেশনা দেন।