• ❐ www.crimeprotidin.com ❐ ৮ম বর্ষ ❐ ঢাকা ❐ ২১ এপ্রিল, ২০২০ ❐ dailycrimeprotidin@gmail.com ❐

চেয়ারম্যান বাদল সরকারের বিরুদ্ধে অপপ্রচার!

ইকবাল হোসেন, গাজীপুর

গাজীপুর শ্রীপুর বরমী  ইউনিয়নের চেয়ারম্যান বাদল সরকারের নামে ফেসবুকে মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তিনি।

প্রসঙ্গতঃ চেয়ারম্যান বাদল সরকার ফেসবুক লাইভে এসে বলেন, আজ ২১ এপ্রিল বরমী ইউনিয়নের  সাতটি ওয়ার্ডের চাউল বাড়ি পাঠিয়ে দেওয়া হইয়াছে। বাকি সদর ওর্য়াড ও ৪ নং ওয়ার্ডের চাউলের জনগণ উপস্থিত থাকায় তাদের চাউল পরিষদ হইতে দিবে। ইতি মধ্যে কিছু অতিরিক্ত লোক গেইটের সামনে জরো হয়। আর সেই ছবি গাজীপুর জেলা এসপির নিকট পাটায় একটি মহল।

ছবি দেখে গাজীপুর জেলার এসপি, শ্রীপুর থানার( ওসি) লিয়াকত আলীকে দায়িত্ব দেওয়া হয় বিষয়টা দেখার জন্য। 

তখন শ্রীপুর থানার ওসি লিয়াকত আলী বরমী ইউনিয়নের পরিষদের চেয়ারম্যানসহ সকল কর্মকর্তাদের থানায় আসতে বলেন।

আর থানাতে আসার পর আলোচনা হয়, সরকারের সিন্ধান্ত মতে এখন থেকে ইউনিয়ন পরিষদে ত্রাণ  না দিয়ে প্রত্যেকের বাড়িতে বাড়িতে পৌছে দিতে হবে। এর মধ্যে কিছু লোক ফেসবুকে মিথ্যা অপপ্রচার চালায়। চেয়ারম্যান বাদল সরকার জেলে। যা দুঃখজনক।