• ❐ www.crimeprotidin.com ❐ ৮ম বর্ষ ❐ ঢাকা ❐ ২৪ এপ্রিল, ২০২০ ❐ dailycrimeprotidin@gmail.com ❐

এখনও থামছে না ফেরা, ঢাকা-নারায়ণগঞ্জ থেকে এভাবেই ফিরছে মানুষ!

ক্রাইম প্রতিদিন ডেস্ক

দেশে প্রাণঘাতী করোনাভাইরাসের হটস্পট ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে লোকজনের রাজশাহী ফেরা থামছে না। গত ২৪ ঘণ্টায় রাজশাহীতে ফিরেছেন আরও ২৮ জন। করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে তাদেরকে বাধ্যতামূলক ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) রাজশাহীর সিভিল সার্জন ডা. এনামুল হক বলেন, গত ২৪ ঘণ্টায় বাইরে থেকে রাজশাহী এসেছেন মোট ৩২ জন। এর মধ্যে ঢাকা থেকেই এসেছেন ২২ জন। নারায়ণগঞ্জ থেকে এসেছেন ছয়জন। বাকিদের মধ্যে কুষ্টিয়া থেকে একজন, মালয়েশিয়া থেকে একজন, চাঁপাইনবাবগঞ্জ থেকে একজন এবং চট্টগ্রাম থেকে একজন রাজশাহী এসেছেন।

তিনি বলেন, এদের মধ্যে রাজশাহী নগরীতে রয়েছেন ১০ জন। এছাড়া জেলার বাগমারায় ১৬ জন এবং তানোরে সাতজন অবস্থান করছেন। তাদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা হয়েছে। বাইরে থেকে রাজশাহীতে ফেরা লোকজনের নমুনা সংগ্রহ করে করে পরীক্ষা করার কথাও জানান সিভিল সার্জন।

জানা গেছে, রাজশাহীতে এ পর্যন্ত আটজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আটজনের সাতজনই এসেছেন ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর থেকে। আক্রান্ত আরেকজনের ছেলে এসেছেন ঢাকা থেকে।

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে গত ১৪ এপ্রিল রাজশাহীকে লকডাউন ঘোষণা করা হয়। তারপরও নানা কৌশলে রাজশাহীতে ফিরছেন লোকজন।

জেলা সিভিল সার্জন বলেন, গত ১ মার্চ থেকে এ পর্যন্ত রাজশাহীতে এক হাজার ৬৪০ জনকে কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে। এর মধ্যে ১৪ দিন পূর্ণ হওয়ায় এক হাজার ২৮৮ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। বর্তমানে কোয়ারেন্টাইনে রয়েছেন ৩৫২ জন। পর্যায়ক্রমে সবার নমুনা পরীক্ষা করা হবে।