• ❐ www.crimeprotidin.com ❐ ৮ম বর্ষ ❐ ঢাকা ❐ ২৫ এপ্রিল, ২০২০ ❐ dailycrimeprotidin@gmail.com ❐

নোয়াখালীতে সাজানো মামলায় আ'লীগ নেতা গ্রেফতার, প্রতিবাদে সংবাদ সম্মেলন

সালাহ উদ্দিন সুমন, নোয়াখালী:

 নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায় চাশিরহাট ইউনিয়নের পোরকরা গ্রামে শুভ হত্যা মামলা ভিন্ন খাতে প্রবাহিত করে আলীগ নেতা মেহরাব উদ্দিন ভুট্টকে গ্রেফতারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন তার পরিবার।

শনিবার সকাল ১১টায় নোয়াখালীর স্থানীয় একটি পত্রিকা অফিসে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

লিখিত বক্তব্যে নিহত শুভর ভাই মোঃ হারুনুর রশীদ জানান, পোরকরা গ্রামের প্রবীন আওয়ামীলীগ নেতা নজরুল  ইসলামের পুত্র ও আমার ছোট ভাই শুভকে গত ২৮ মার্চ নির্মমভাবে হত্যা করা হয়। এ বিষয়ে শুভর বাবা বাদী হয়ে সোনাইমুড়ি থানাই মামলা দেন। 

  এদিকে গত ২১ এপ্রিল ভোরে কাবিলপুর মার্কেটে অগ্নিকান্ডের সুত্রপাত হয় সেখানে বিদ্যুৎ স্পষ্ট হয়ে রাহাত হোসেন নামে এক দোকানদার মারা যায়। এঘটনাকে কেন্দ্র করে  শুভ  হত্যা মামলা ধামা চাপা দিয়ে ভিন্নখাতে  প্রবাহিত  করতে  একটি মহল রাজনেতিক  ভাবে এ দুর্ঘটনাকে হত্যা মামলা সাজিয়ে স্থানীয় নুরুল হক মেম্মারের ৩ পুত্র সহ আলীগ নেতা মেহরাব্ হোসেন ভুট্টুও মহিনকে কে আসামী করে এবং ভুট্টুকে পুলিশ গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে যা সম্পুর্ন পরিকল্পিত ও সাজানো। শুভ হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্ত শাস্তির দাবী জানাচ্ছি।

একই সাথে আমরা অগ্নি কান্ডের সঠিক তদন্ত করে মিথ্যা মামলা ও ষড়যন্ত্র থেকে নুরুল হক মেম্মারের ৩ পুত্র সহ আলীগ নেতা মেহরাব্ হোসেন ভুট্টুও মহিনকে কে অব্যহতি দিতে  মাননীয় প্রধানমন্ত্রী, পুলিশের উদ্ধতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করছি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নিহত  শুভর  বড় ভাই  মোঃ হারুনুর রশিদ মেহরাব হোসেন ভুট্টুর স্ত্রী বিলকিস বেগম ও ইউনিয়ন  আওয়ামীলীগের  সহ-সভাপতি  নজির আহম্মদ।