• ❐ www.crimeprotidin.com ❐ ৮ম বর্ষ ❐ ঢাকা ❐ ২৬ এপ্রিল, ২০২০ ❐ dailycrimeprotidin@gmail.com ❐

দুই মাসের বেতন না দিয়েই গার্মেন্টস বন্ধ, সড়কে শ্রমিকরা!

ক্রাইম প্রতিদিন ডেস্ক

রাজধানীর হাতিরঝিল থানা এলাকার মালিবাগে আবুল হোটেলের সামনের সড়ক অবরোধ করেছে তাহসিন গার্মেন্টস নামে একটি প্রতিষ্ঠানের শ্রমিকরা।

শ্রমিকদের দাবি, দুই মাসের বকেয়া বেতন পরিশোধ না করেই মালিক পক্ষ প্রতিষ্ঠানটি বন্ধ করে দিয়েছে। তাই বেতন-ভাতা আদায়ের জন্য আন্দোলনে নেমেছেন তারা।

উজ্জ্বল নামে তাহসিন গার্মেন্টসের এক শ্রমিক এসব কথা জানিয়েছেন।

উজ্জ্বল বলেন, ‘সকাল ১০টার দিকে আমরা সড়কে অবস্থান নিয়েছিলাম। কিছুক্ষণ আগে মালিক পক্ষের লোক এসে জানিয়েছে, তারা দুপুর ২টার পর বেতনের বিষয়টি নিয়ে অলোচনায় বসবেন। তাই আপাতত সড়ক ছেড়ে দিয়েছি।’

তিনি বলেন, ‘করোনার এই সময়ে আমাদের শ্রমিকদের খুব কষ্টে জীবনযাপন করতে হচ্ছে। বেতন-ভাতার সমাধান না হওয়া পর্যন্ত আমরা থামবো না।’

এ বিষয়ে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ বলেন, ‘ঘটনাস্থলে আমাদের পুলিশের একটি টিম রয়েছে।  শ্রমিকদের বোঝানোর চেষ্টা করা হয়েছে এবং মালিক পক্ষের সঙ্গেও কথা বলা হয়েছে।’