• ❐ www.crimeprotidin.com ❐ ৮ম বর্ষ ❐ ঢাকা ❐ ৩০ এপ্রিল, ২০২০ ❐ dailycrimeprotidin@gmail.com ❐

ঢাকা আহছানিয়া মিশন ঘেরাও করবে ডিইউজে

ক্রাইম প্রতিদিন ডেস্ক

দৈনিক আলোকিত বাংলাদেশের ছয় সাংবাদিকের চাকরিচ্যুতির নোটিশ প্রত্যাহারের দাবিতে কর্তৃপক্ষকে আগামী শনিবার পর্যন্ত দ্বিতীয় দফা সময় বেধে দিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। এর মধ্যে দাবি মেনে না নিলে আগামী রোববার (৩ মে) বেলা ১১টায় ধানম‌ন্ডির ঢাকা আহছা‌নিয়া মিশ‌নের কার্যালয় ঘেরাও কর্মসূ‌চি ঘোষণা দিয়েছে সংগঠনটি।

বুধবার (২৯ এপ্রিল) ঢাকার গ্রীন রো‌ডে আলোকিত বাংলাদেশ কার্যাল‌য়ের সাম‌নে অনুষ্ঠিত অবস্থান কর্মসূ‌চি থে‌কে এ ঘোষণা দেন ডিইউ‌জে সভাপ‌তি কুদ্দুস আফ্রাদ। এর আ‌গে ছয় সাংবা‌দি‌কের চাক‌রিচ্যুতি প্রত্যাহা‌রে ৪৮ ঘণ্টার আ‌ল্টি‌মেটাম দি‌য়ে আলো‌কিত বাংলা‌দেশ কর্তৃপক্ষ‌কে চি‌ঠি দিয়েছিল ডিইউ‌জে। চি‌ঠির জবাব না পাওয়ায় মঙ্গলবার (২৮ এপ্রিল) অবস্থান কর্মসূ‌চির ডাক দেয় ডিইউ‌জে।

ডিইউ‌জে সভাপ‌তি কুদ্দুস আফ্রা‌দের সভাপ‌তি‌ত্বে অবস্থান কর্মসূ‌চি‌তে বাংলা‌দেশ ফেডা‌রেল সাংবা‌দিক ইউ‌নিয়নের (বিএফইউ‌জে) যুগ্ম মহাস‌চিব আব্দুল ম‌জিদ, কোষাধ্যক্ষ দ্বীপ আজাদ, ডিইউ‌জের সা‌বেক সভাপ‌তি আবু জাফর সূর্য, সা‌বেক সাধারণ সম্পাদক সো‌হেল হায়দার চৌধুরী, যুগ্ম সম্পাদক খায়রুল আলম, সা‌বেক যুগ্ম সম্পাদক আকতার হো‌সেন, প্রচার সম্পাদক আছাদুজ্জাম‌ান, জনকল্যাণ সম্পাদক সোহেলী চৌধুরী, কার্যনির্বা‌হী ক‌মি‌টির সদস্য সুরাইয়া অনু, সাঈফ আলী খান ও ডিইউ‌জে অপর অং‌শের আবুল কালাম বক্তব্য রাখেন।

আ‌লো‌কিত বাংলা‌দেশ পত্রিকার পক্ষ থে‌কে বক্তব্য রাখেন ইউ‌নিট চিফ মতলু ম‌ল্লিক, ডেপু‌টি ইউ‌নিট চিফ শ‌ফিক বাশার, স্টিয়া‌রিং ক‌মি‌টির সভাপ‌তি খন্দকার মাহবুব উল হক, সাধারণ সম্পাদক হুমায়ুন ক‌বির তমাল, মফস্বল ইনচার্য জিয়া উদ্দিন আহ‌মেদ, ডেপু‌টি শিফট ইনচার্য রেফা‌য়েত হো‌সেন, সি‌নিয়র সাংবা‌দিক শ‌ফিক ক‌লিম, সাংবাদিক আ‌মিরুল ইসলাম, সাখায়ত সুমন, সহ-সম্পাদক শাহানা খানম, সম্পাদনা সহকা‌রী ওবায়দুর রহমান, আই‌টি ইনচার্য ফয়সাল, প্রেস কর্মচা‌রী খা‌লিদ হো‌সেন প্রমুখ।

বক্তারা অ‌বিল‌ম্বে নিঃশর্তে ছয় সাংবা‌দি‌কের চাক‌রিচ্যু‌তির আ‌দেশ প্রত্যাহা‌রের দা‌বি জানিয়েছেন। তা না হলে ক‌ঠোর থে‌কে ক‌ঠোর আ‌ন্দোল‌নের মাধ্য‌মে দা‌বি আদা‌য়ে কর্তৃপক্ষ‌কে বাধ্য করা হ‌বে ব‌লে হুশিয়ারি দেন। তারা ব‌লেন, ক‌রোনার দু‌র্যোগ ও রমজা‌নে কর্তৃপ‌ক্ষের এই অ‌বৈধ আ‌দেশ কো‌নোভা‌বেই মে‌নে নেয়া যায় না।

অবস্থান কর্মসূ‌চি‌তে আ‌লো‌কিত বাংলা‌দেশসহ বি‌ভিন্ন গণমাধ্য‌মের প্রায় শতা‌ধিক সাংবাদিক-কর্মচা‌রী অংশ গ্রহণ ক‌রেন। কর্মসূ‌চি‌র শুরু‌তে সি‌নিয়র সাংবা‌দিক মো‌হিতুল ইসলাম রঞ্জু ও সম‌য়ের আ‌লোর প্রধান প্র‌তি‌বেদক হুমায়ুন ক‌বির খোক‌নের মৃত্যু‌তে এক মি‌নিট নিরবতা পালন করা হয়।