• ❐ www.crimeprotidin.com ❐ ৮ম বর্ষ ❐ ঢাকা ❐ ১ মে, ২০২০ ❐ dailycrimeprotidin@gmail.com ❐

সংক্রমণ ঠেকাতে পোশাক কারখানা বন্ধের অনুরোধ!

সাভার প্রতিনিধি

সাভার উপজেলায় করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে পোশাক কারখানা বন্ধের পাশাপাশি উপজেলার প্রবেশপথগুলো বন্ধের অনুরোধ জানিয়েছেন সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব ডা. সায়েমুল হুদা।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজুর রহমান বরাবর এ সংক্রান্ত একটি লিখিত আবেদন করেন তিনি।

বিষয়টি নিশ্চিত করে ডা. সায়েমুল হুদা জানান, সাভার একটি জনবহুল ও শিল্প অধ্যুষিত এলাকা। এই উপজেলায় প্রায় ৫০ লাখ লোকের বসবাস, যার অধিকাংশই পোশাক শ্রমিক। এ কারণে পোশাক কারখানা বন্ধ থাকা অবস্থায় সাভারে করোনাভাইরাসের প্রাদুর্ভাব কম ছিল। তবে কারখানা খোলার পর থেকে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলছে। তাই সাভার উপজেলায় করোনার সংক্রমণ ঠেকাতে সাভার অঞ্চলের পোশাক কারখানাসহ উপজেলার প্রবেশ পথগুলো বন্ধ রাখা জরুরি হয়ে পড়েছে। এজন্য এ বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, গত ২২ এপ্রিল পর্যন্ত সাভারে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯ জন। কারখানা খোলার পর গত সাতদিনে আক্রান্ত হয়েছেন আরও ১৪ জন। এর মধ্যে বৃহস্পতিবার দুইজন আক্রান্ত হয়েছেন।