• ❐ www.crimeprotidin.com ❐ ৮ম বর্ষ ❐ ঢাকা ❐ ২ মে, ২০২০ ❐ dailycrimeprotidin@gmail.com ❐

১৭ ঘণ্টা পর শ্রীপুরে তুলার গুদামের আগুন নিয়ন্ত্রণে

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুর উপজেলার টেপিরবাড়ী এলাকায় ভিয়েলাটেক্স লিমিটেড (ইউনিট-২) নামে কারখানার তুলার গুদামের লাগা আগুন শনিবার (২ মে) সকাল ৬টার দিকে নিয়ন্ত্রণে এসেছে। এর আগে শুক্রবার (১ মে) দুপুর ১টার দিকে আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

গাজীপুর ফায়ার সার্ভিসের (টঙ্গী জোন) উপ-সহকারী পরিচালক মানিকউজ্জামান এ তথ্য নিশ্চিত করেন। তবে অগ্নিকাণ্ডে ক্ষয়-ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।

আগুনের ঘটনায় তিনজন আহত হয়েছেন। আহতরা হলেন- কারখানার শ্রমিক মো. ফারুক (৫৫), মো. রমজান আলী (৩৫) এবং মুজিবুর রহমান (৪২)। তবে তারা কেউ দগ্ধ হননি।

কারখানার ব্যবস্থাপক সারোয়ার হোসেন জানান, শুক্রবার দুপুর ১টার দিকে কারখানার তুলার গুদামে ধোঁয়া দেখতে পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। পরে শ্রীপুর, ময়মনসিংহের ভালুকা, ত্রিশাল ও জয়দেবপুর ফায়ার স্টেশন থেকে মোট সাতটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। আগুন নেভানোর এক পর্যায়ে রাত সোয়া ৯টার দিকে গুদামের দক্ষিণ পাশের দেয়াল ধসে পড়ে।