• ❐ www.crimeprotidin.com ❐ ৮ম বর্ষ ❐ ঢাকা ❐ ৪ মে, ২০২০ ❐ dailycrimeprotidin@gmail.com ❐

অতিরিক্ত আইজিপি হলেন লক্ষ্মীপুরের ইব্রাহিম ফাতেমী

ইসমত দ্দোহা, ঢাকা

বাংলাদেশ পুলিশ প্রশাসন হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (চলতি দায়িত্ব) পদে মোহাম্মদ ইব্রাহীম ফাতেমীকে (বিপিএম, পিপিএম) পদায়ন করা হয়েছে । এর আগে তিনি মিরপুর পুলিশ স্টাফ কলেজের প্রিন্সিপাল (উপ-পুলিশ মহাপরিদর্শক-ডিআইজি) পদে দায়িত্বরত ছিলেন।

রবিবার (৩মে) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার এক প্রজ্ঞাপনে এই পদায়ন করা হয়। মোহাম্মদ ইব্রাহীম ফাতেমীর বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের খিলবাইছা এলাকায়। তিনি খিলবাইছা গ্রামের ঐতিহ্যবাহী ভূঁইয়া বাড়িতে জন্ম গ্রহন করেন। তার বাবা প্রয়াত সুজায়েত উল্যা ভূঁইয়া সদর উপজেলার দিঘলী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ছিলেন। লক্ষ্মীপুরের এ কৃতি সন্তান অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে পদায়ন পাওয়ার খবরে দেশ বিদেশের বিভিন্ন স্থানের লক্ষ্মীপুরবাসী নাগরিক ও নাগরিক সংগঠনগুলো সোস্যাল মিডিয়ায় অভিনন্দন জানিয়েছে।

স্থানীয়ভাবে জানা যায়, ছাত্র জীবনে তিনি খিলবাইছা স্কুলে পড়াশোনা শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেন। পরে পুলিশ বাহিনীতে যোগদান করেন। লক্ষ্মীপুরের কৃতী সন্তান ইব্রাহিম ফাতেমী বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি হিসাবে দায়িত্ব পাওয়ায় অভিনন্দন জানিয়েছেন বিশিষ্ট লেখক ও সাংবাদিক এস এম আওলাদ হোসেন।

তিনি সদ্য দায়িত্ব পাওয়া অতিঃ আইজিপির দীর্ঘায়ু কামনা করেন এবং নিষ্ঠা,সততা ও বিচক্ষণতা দিয়ে গৌরবউজ্জল দৃষ্টান্ত স্থাপন করবেন বলে আশা প্রকাশ করেন।