• ❐ www.crimeprotidin.com ❐ ৮ম বর্ষ ❐ ঢাকা ❐ ৬ মে, ২০২০ ❐ dailycrimeprotidin@gmail.com ❐

রাজধানীতে করোনায় আক্রান্ত ৫ হাজার ছাড়িয়েছে, মৃত্যু প্রায় শত!

ক্রাইম প্রতিদিন ডেস্ক

কোভিড-১৯ রোগে আক্রান্ত ও প্রাণহানির সংখ্যা বেড়েই চলেছে। গত দুদিনে দেশে মৃত্যুর সংখ্যা কমলেও আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে।

মঙ্গলবার দেশে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ রোগে আক্রান্ত হয়ে মোট ১৮৩ জনের মৃত্যু হলো।

এছাড়া গতকাল পর্যন্ত নতুন করে আরও ৭৮৬ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট ১০ হাজার ৯২৯ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন।

এদের মধ্যে রাজধানী ঢাকায় ৫ হাজার ২২৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন, যা মোট আক্রান্তের ৫৮ দশমিক ৫৫ ভাগ। এ ছাড়া ঢাকায় এ পর্যন্ত ৯৮ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

বুধবার জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) ওয়েবসাইট থেকে এসব তথ্য জানা গেছে।

রাজধানীতে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন রাজারবাগে, ১৯৬ জন। কাকরাইলে আক্রান্তের সংখ্যা ১৬২, যাত্রাবাড়ীতে ১৪৩, মোহাম্মদপুরে ১০৪, মুগদায় ১২১, মহাখালীতে ১১১, লালবাগে ৮৯, তেজগাঁওয়ে ৭৯, মালিবাগে ৭৮, উত্তরায় ৭০, বাবুবাজারে ৬৬, বংশালে ৬৩, গেণ্ডারিয়াতে ৫৬, মগবাজারে ৫৫, বাড্ডায় ৪৬, ধানমণ্ডিতে ৪৬ জন, বাসাবোতে ৪৩ এবং চকবাজারে ৪৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

গত ৮ মার্চ বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত করা হয়। ১৮ করোনায় প্রথম মৃত্যু হয় দেশে। এরপর গত ১৪ এপ্রিল ৩৮তম দিনে করোনা রোগীর সংখ্যা এক হাজারে দাঁড়ায়।

এরপর গত সোমবার ৫৮তম দিনে আক্রান্তের সংখ্যা ১০ হাজার ১৪৩ জনে দাঁড়ায়। বর্তমানে ৫৯ তম দিনে দেশে ১০ হাজার ৯২৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।