• ❐ www.crimeprotidin.com ❐ ৮ম বর্ষ ❐ ঢাকা ❐ ৭ মে, ২০২০ ❐ dailycrimeprotidin@gmail.com ❐

গরীব অসহায় কৃষকের পাশে চেয়ারম্যান শামছুদ্দিন জেহান!

সালাহ উদ্দিন সুমন, নোয়াখালী

নোয়াথালী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শামছুদ্দিন জেহান নিরীহ কৃষকদের পাশে দাঁড়িয়েছেন। তিনি পেইজ বুক পেইজে তার ব্যক্তিগত মোবাইল নাম্বার দিয়েছেন,যেসব কৃষক টাকার জন্য  ধান কাটতে  পারছেন না ,তারা উল্লেখিত নাম্বারে ফোন করে জানালে তিনি শ্রমিকের জন্য টাকা দিবেন।

করোনাভাইরাসের কারণে শ্রমিক সংকট থাকায় সদর উপজেলার নোয়াখালী ইউনিয়নের দরিদ্র কৃষক নিজাম উদ্দিন,পাকা ধান কাটতে পারছিলেন না।

তাদের সমস্যার কথা মোবাইলে জানালে তিনি তাৎক্ষনিক তাদেরকে নগদ অর্থ দিয়ে সহযোগিতা করেন। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে নোয়াখালী ইউনিয়নে কৃষক নিজাম উদ্দিনের ধান ক্ষেতে গিয়ে ধান কাটা পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন নোয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান নাছের, আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

শামছুদ্দিন জেহান বলেন,আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নোয়াখালী সদর-সূবর্ণচর আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর নির্দেশনায় আমার নিজ অর্থায়নে মহামারী করোনার কারণে কর্মহীন হয়ে পড়া গরীব,অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ ও যেসব কৃষক টাকার জন্য ধান কাটতে পারছেনা ,আমি তাদেরকে নগদ টাকা দিয়ে সহযোগীতা করছি।

আমার মোবাইল নাম্বারে যে সব কৃষক তাদের সমস্যার কথা জানিয়েছে আমি তাদের প্রত্যেককে নগদ অর্থ দিয়ে তাদের সমস্যা সমাধান করেছি। কাদির হানিফ, দাদপুর এবং নোয়াখালী  ইউনিয়নে কয়েকজন কৃষককে ধান কাটার জন্য নগদ অর্থ দিয়ে সহযোগীতা করছি।