• ❐ www.crimeprotidin.com ❐ ৮ম বর্ষ ❐ ঢাকা ❐ ৮ মে, ২০২০ ❐ dailycrimeprotidin@gmail.com ❐

খাদ্যবান্ধব কর্মসূচীর তালিকায় মেম্বার ও তার স্ত্রীর নাম!

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচীর (১০ টাকা দরে চাল) ভুক্তভোগীর তালিকায় স্ত্রী ও ইউপি সদস্যদের নাম থাকার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়দের লিখিত অভিযোগের ভিত্তিত্বে এর সত্যতা পায় তদন্তকারী কর্মকর্তা।

এমনই অভিযোগ উঠেছে উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ সাইফুল ইসলাম হীরন মোল্লার বিরুদ্ধে। এব্যাপারে ওই এলাকার বঞ্চিত ভুক্তভোগীরা গত ৫ মে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগটি তদন্তের জন্য উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মো. সরোয়ার হোসেন উপজেলা খাদ্য কর্মকর্তাকে দায়িত্ব দেন।

অভিযোগ সূত্রে জানা যায়, খাদ্য বান্ধব কর্মসূচী (১০ টাকা দরে চাল) উপকারভোগী তালিকায় অর্থের বিনিময়ে হীরন মোল্লা তার ওয়ার্ডে কিছু সংখ্যক লোকের নাম বাদ দিয়ে নতুন নাম অন্তর্ভুক্ত করেন। নতুন নাম কর্তন করে ওই তালিকায় মোঃ সাইফুল ইসলাম হীরন মোল্লা ও তার স্ত্রী মোসাঃ মমতাজ বেগমের নাম অন্তর্ভুক্ত করেন। ইউপি সদস্য মোঃ সাইফুল ইসলাম হীরন কার্ড নং- ২৯৫ এবং তার স্ত্রী মোঃ মমতাজ বেগম কার্ড নং- ২৭৪। ইউপি সদস্য মোঃ সাইফুল ইসলাম হীরন বলেন, আমি কারও কাছ থেকে তালিকায় নাম অন্তর্ভুক্ত করার নাম করে কোন টাকা নেইনি। নামের তালিকার ব্যাপারে বলেন, মাত্র একমাস চাল পেয়েছি।

আমার স্ত্রীর নাম তো দিতে পারি তালিকায়। সে তো আর কোন সরকারি ভাতা পায়না। উপজেলা খাদ্য কর্মকর্তা ধ্রুব মন্ডল বলেন, অভিযোগ তদন্ত করে দেখলাম খাদ্যবান্ধব তালিকায় ইউপি সদস্য ও তাঁর স্ত্রী’র নাম রয়েছে তালিকায়। আমি তদন্ত প্রতিবেদন ইউএনও স্যারের কাছে জমা দিয়েছি। স্যার ব্যবস্থা নিবেন। 

এব্যাপারে উপজেলা কর্মকর্তা মোঃ সরোয়ার হোসেন জানান, তদন্ত রিপোর্ট পেয়েছি। ইউপি সদস্যের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।