• ❐ www.crimeprotidin.com ❐ ৮ম বর্ষ ❐ ঢাকা ❐ ৯ মে, ২০২০ ❐ dailycrimeprotidin@gmail.com ❐

করোনার মধ্যেই ইফতার পার্টি করে নির্বাচনী প্রচারণা

কুড়িগ্রাম প্রতিনিধি

পরবর্তী ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচনে পদপ্রার্থী করোনার মধ্যেই নিজ ইউনিয়নে আয়োজন করলেন এক বিশাল ইফতার পার্টি। প্রায় এক হাজার মানুষের অংশগ্রহণে সামাজিক দূরত্ব না মেনেই এই ইফতার পার্টির আয়োজন করা হয়। 

নির্বাচনী প্রচারণার জন্য শুক্রবার (৮ মে) আয়োজিত ইফতারের অনুষ্ঠান ফেসবুকে লাইভও করা হয়। এই ইফতার পার্টির ঘটনাটি ঘটেছে কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার নারায়ণপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পদ্মারচর স্কুল মাঠে। ইফতার পার্টির আয়োজক ছিলেন ইউনিয়নটির ঢাকডোহর গ্রামের ফরিদুল ইসলাম জোয়ারদার।

ইফতার পার্টির আয়োজক ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ফরিদুল ইসলাম জোয়ারদার জানান, কোনও উদ্দেশ্যে বা প্রচারণার অংশ হিসেবে এই ইফতার পার্টির আয়োজন করা হয় নাই। বাজারের কয়েকজন লোকজন নিয়ে ইফতারের আয়োজন করেছিলাম। বেশী লোকজন ছিল না। 

নারায়ণপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মজিবর রহমান ইফতার পার্টির বিষয়ে সত্যতা নিশ্চিত করে বলেন, সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে সম্ভাব্য কয়েকজন প্রার্থী প্রায় প্রতিদিন ইউনিয়নের বিভিন্ন স্থানে ইফতারের আয়োজন করছেন। ইউনিয়ন পরিষদের সম্ভাব্য প্রার্থী বলে তাদের আমার পক্ষে নিষেধ করা সম্ভব হচ্ছে না।