• ❐ www.crimeprotidin.com ❐ ৮ম বর্ষ ❐ ঢাকা ❐ ১৫ মে, ২০২০ ❐ dailycrimeprotidin@gmail.com ❐

করোনা আক্রান্তের তালিকায় শীর্ষ ৩০-এ বাংলাদেশ!

ক্রাইম প্রতিদিন ডেস্ক

গত কদিন ধরে বাংলাদেশে করোনা আক্রান্তের সংখ্যা প্রতিদিন যেভাবে বাড়ছে তাতে অচিরেই ২৫ হাজার ছাড়িয়ে যাবে। ইতোমধ্যে এই ভাইরাসের তাণ্ডবে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে বিশ্বের বিভিন্ন দেশ। এর মধ্যে সবচেয়ে শোচনীয় অবস্থা আমেরিকা, ব্রিটেন, ইতালি, স্পেন ও ফ্রান্সের।

বিশ্বব্যাপী এখন পর্যন্ত (শুক্রবার সকাল সাড়ে ৯টা) ২১৩টি দেশ ও অঞ্চল করোনার বিষাক্ত ছোবলে শিকার হয়েছে। এসব দেশে এখন পর্যন্ত এই ভাইরাসে মোট আক্রান্ত হয়েছে ৪৫ লাখ ২৬ হাজার ৮৫০ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩ লাখ ৩ হাজার ৪০৫ জন।

এদিকে, বিশ্বে যে ৩০টি দেশে করোনাভাইরাস আক্রান্ত মানুষ সবচেয়ে বেশি তাদের মধ্যে এখন বাংলাদেশও আছে।
বাংলাদেশে এখন শনাক্ত রোগীর সংখ্যা ১৮ হাজার ৮৬৩।

যদিও এর মধ্যে সরকারি হিসাব অনুযায়ী সুস্থ হয়েছেন ৩ হাজার ৩৬১ জন।

আক্রান্তের তালিকায় শীর্ষ ৩০ দেশ হল:
১. যুক্তরাষ্ট্র
২. স্পেন
৩. রাশিয়া
৪. যুক্তরাজ্য
৫. ইতালি
৬. ব্রাজিল
৭. ফ্রান্স
৮. জার্মানি
৯. তুরস্ক
১০. ইরান
১১. চীন
১২. ভারত
১৩. পেরু
১৪. কানাডা
১৫. বেলজিয়াম
১৬. সৌদি আরব
১৭. নেদারল্যান্ডস
১৮. মেক্সিকো
১৯. পাকিস্তান
২০. চিলি
২১. ইকুয়েডর
২২. সুইজারল্যান্ড
২৩. সুইডেন
২৪. পর্তুগাল
২৫. কাতার
২৬. বেলারুশ
২৭. সিঙ্গাপুর
২৮. আয়ারল্যান্ড
২৯. সংযুক্ত আরব আমিরাত
৩০. বাংলাদেশ

এই ৩০টি দেশের মধ্যে কেবলমাত্র কাতার ও ইকুয়েডরে বাংলাদেশের চেয়ে কম টেস্ট করা হয়েছে।

সবচেয়ে বেশি টেস্ট করা হয়েছে যেসব দেশে:

যুক্তরাষ্ট্র ১০২৬৯৯৯৬

রাশিয়া ৫৯৮২৫৫৮

জার্মানি ৩১৪৭৭৭১

ইতালি ২৭৩৫৬২৮

স্পেন ২০৯৪২০৯

ফ্রান্স ১৩৮৪৬৩৩

কানাডা ১১৬৯৩৮০