• ❐ www.crimeprotidin.com ❐ ৮ম বর্ষ ❐ ঢাকা ❐ ১৯ মে, ২০২০ ❐ dailycrimeprotidin@gmail.com ❐

করোনা উপসর্গ নিয়ে লক্ষ্মীপুরে ২ যুবকের মৃত্যু

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারী ও বাঙ্গাখাঁ ইউনিয়নে একই দিনে করোনা উপসর্গ নিয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ মে) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা. আবদুল গাফফার।

তিনি জানান, জ্বর-সর্দি ও ডায়রিয়া নিয়ে সোমবার বিকালে সদর উপজেলার মান্দারী ইউনিয়নের উত্তর দুর্গাপুর গ্রামের নিজ বাড়িতে মারা যান জাহিদ হোসেন (১৮) নামে এক যুবক। তাই করোনা আক্রান্ত সন্দেহে বিষয়টি স্বাস্থ্য বিভাগকে জানায় স্থানীয়রা। পরে সেদিন সন্ধার পর মৃতের দেহ থেকে নমুনা সংগ্রহ করা হয়।

অপরদিকে, সর্দি-জ্বর নিয়ে সোমবার (১৮ মে) রাতে সদর উপজেলার বাঙ্গাখাঁ ইউনিয়নে ইসমাইল হোসেন সাগর (১৬) নামে আরেক যুবক মারা যায়। বাঙ্গাখাঁ ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন কাজল জানান, মারা যাওয়ার পর সিভিল সার্জন ও ইউএনও মহোদয়কে অবগত করার পর স্যাম্পল নেওয়া হয়েছে। স্বেচ্ছাসেবীদের মাধ্যমে দাফন সম্পন্ন করা হয়েছে ১৯মে।

মারা যাওয়া ওই দুই যুবকের নমুনা পরিক্ষা নিরিক্ষার পরে নিশ্চিত হওয়া যাবে তারা করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে কিনা। নিহতদের পরিবারের সদস্যদের ও নমুন সংগ্রহ করে তাদেও পরিবারকে হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে বলেও জানান সিভিল সার্জন ডা. আবদুল গাফফার।

চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আজিজুল ইসলাম বলেন, খবর পেয়ে ইফতারের পরই আমি ঘটনাস্থলে যাই। সিভিল সার্জন কে জানাই বিষয়টি, নমুনা সংগ্রহ করা হয় যুবকের। ঠিক কি কারণে ওই যুবকের মৃত্যু হয়েছে তা পরীক্ষা-নিরীক্ষা শেষে জানা যাবে। তবে ওই যুবকের আগে থেকে লিভারের সমস্যা ছিলো, কয়েক দিন যাবত জ্বর ও ডায়রিয়া ছিল বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

দুটি ইউনিয়নের দুই যুবককেই সাবধানতা অবলম্বন করে ধর্মীয় রীতিতে দাফন করা হয়েছে বলে স্থানীয় ইউনিয়ন পরিষদ সূত্র নিশ্চিত করেছে। বাঙ্গাখাঁ ইউনিয়নের মৃত সাগরের বাড়ী লক ডাউন করা হয়েছে বলে লক্ষ্মীপুর মডেল থানার (ভারপ্রাপ্ত কর্মকর্তা) ওসি আজিজুর রহমান মিয়া জানিয়েছেন। মান্দারী ইউনিয়নের করোনা উপসর্গ নিয়ে মৃত জাহিদের পরিবারের সকল সদস্যদের স্যাম্পল সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট আসলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন চন্দ্রগঞ্জ থানার (ভারপ্রাপ্ত কর্মকর্তা) ওসি জসীম উদ্দীন।