• ❐ www.crimeprotidin.com ❐ ৮ম বর্ষ ❐ ঢাকা ❐ ১৯ জুন, ২০২০ ❐ dailycrimeprotidin@gmail.com ❐

ক্রাইম প্রতিদিনের উদ্যোগে কাফরুলে করোনার প্রতিরোধক বিতরণ

ক্রাইম প্রতিদিন ডেস্ক

রাজধানীর কাফরুল থানার আওতাধীন ব্যবসায়ী ও সাধারণ লোকদের মাঝে ক্রাইম প্রতিদিন পত্রিকার উদ্যোগে কোভিট -১৯ করোনা ভাইরাস প্রতিরোধক আরসেনিকাম অ্যালবাম ৩০ (Arsenicum Album 30) বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮/০৬/২০২০) সকাল ১০ ঘটিকা থেকে রাত ৮টা পর্যন্ত ক্রাইম প্রতিদিন পরিবারের সদস্যরা ঘুরে ঘুরে কাফরুল থানার আওতাধীন ব্যবসায়ী ও সাধারণ লোকদের মাঝে (২২৮ জন) শারীরিক ও সামাজিক দুরুত্ব বজায় রেখে বিনামূল্যে এই হোমিওপ্যাথিক ঔষধ (Arsenicum Album 30) বিতরণ করেন। বিতরনের এক পর্যায় ক্রাইম প্রতিদিন পরিবারের সদস্যরা কাফরুল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সেলিমুজ্জামানের সাথে দেখা করেন, পুলিশ সদস্যদের খোজ খবর নেন এবং আরসেনিকাম অ্যালবাম ৩০ (Arsenicum Album 30) বিনামূল্যে বিতরণের কথা তুলে ধরেন।

কাফরুল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সেলিমুজ্জামান বলেন, ক্রাইম প্রতিদিন পত্রিকার উদ্যোগে আরসেনিকাম অ্যালবাম ৩০ (Arsenicum Album 30) বিনামূল্যে বিতরণ অবশ্যই মহৎ উদ্দোগ, করোনার এই সময়ে ক্রাইম প্রতিদিন পরিবার মানবসেবায় হাত বাড়িয়ে দেওয়ায় ক্রাইম প্রতিদিন এর জন্য শুভ কামনা।

তিনি আরো বলেন, পুলিশ হেডকোয়ার্টার্স থেকে থানার সকল পুলিশ সদস্যদের জন্য আরসেনিকাম অ্যালবাম ৩০ (Arsenicum Album 30) পাঠানো হয়েছে এবং সবাই খেয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন ক্রাইম প্রতিদিন পত্রিকার সম্পাদক ও অপরাধ মুক্ত বাংলাদেশ চাই সংগঠনের চেয়ারম্য্যান  এ জেড এম মাইনুল ইসলাম পলাশ। সাথে ছিলেন ক্রাইম প্রতিদিন পত্রিকার প্রধান সহ-সম্পাদক মোঃ ইব্রাহীম গাজী ও ক্রাইম প্রতিদিন পত্রিকার কাফরুল থানা প্রতিনিধি মোঃ সালাউদ্দীন আহম্মেদ।

ক্রাইম প্রতিদিন পত্রিকার সম্পাদক ও অপরাধ মুক্ত বাংলাদেশ চাই সংগঠনের চেয়ারম্য্যান এ জেড এম মাইনুল ইসলাম পলাশ বলেন, আমাদের এই উদ্দোগ অব্যাহত থাকবে, পর্যাক্রমে রাজধানীর সকল থানায় এই কার্যক্রম চলবে।

উল্লেখ্য, ক্রাইম প্রতিদিন পত্রিকার উদ্যোগে কোভিট -১৯ করোনা ভাইরাস প্রতিরোধক আরসেনিকাম অ্যালবাম ৩০ (Arsenicum Album 30) বিনামূল্যে বিতরণে সহযোগিতা করেন, ডাঃ মোঃ আশরাফুল ইসলাম ডি,এইচ,এম,এস (ঢাকা), বি.এইচ.বি রেজিঃ নং ৩২৬৬৭ (সত্ত্বাধিকারী ব্রাদার্স হোমিও ফার্মেসি, ঠাকুরগাঁও)।