• ❐ www.crimeprotidin.com ❐ ৮ম বর্ষ ❐ ঢাকা ❐ ২০ জুন, ২০২০ ❐ dailycrimeprotidin@gmail.com ❐

করোনা উপসর্গে প্রত্নতত্ত্ব অধিদফতরের সহকারী পরিচালকের মৃত্যু

ক্রাইম প্রতিদিন ডেস্ক

বগুড়ায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে প্রত্নতত্ত্ব অধিদফতরের আঞ্চলিক সহকারী পরিচালক মারা গেছেন।

শনিবার রাত ৮টায় মোহাম্মদ আলী হাসপাতালের আইসোলেশনে ইউনিটে তিনি মারা যান বলে জানান হাসপাতালের আরএমও ডা. খায়রুল বাশার মোমিন।

প্রয়াত মজিবুর রহমানের বাড়ি গাজীপুরের কাপাসিয়া এলাকায়, তবে তিনি মহাস্থানগড়ে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আবাসিক এলাকায় থাকতেন। 

ডা. মোমিন জানান, মজিবুর রহমান করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা দিয়ে বেলা সাড়ে ১২টার দিকে হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি হন।

“তিনি উচ্চ রক্তচাপ ও অ্যাজমা রোগে ভুগছিলেন। পাশাপাশি তার জ্বর ও শ্বাসকষ্ট ছিল। পরে শনিবার রাত ৮টার দিকে তিনি মারা যান।”

এদিকে, জেলায় নতুন ৬২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্ত হলেন ১ হাজার ৯৮৫ জন। এছাড়া জেলায় এ পর্যন্ত এ রোগে প্রাণ হারিয়েছেন ২৯ জন এবং সুস্থ হয়েছেন ১৯৭ জন।