• ❐ www.crimeprotidin.com ❐ ৮ম বর্ষ ❐ ঢাকা ❐ ২১ জুন, ২০২০ ❐ dailycrimeprotidin@gmail.com ❐

২১ বিচারক, ৬২ কর্মচারী করোনায় আক্রান্ত

ক্রাইম প্রতিদিন ডেস্ক

 দেশের অধস্তন আদালতের ২১ জন বিচারক এবং ৬২ জন কর্মচারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে আইন মন্ত্রণালয় জানিয়েছে।

মন্ত্রণালয়ের করোনা ভাইরাস মনিটরিং ডেস্কের তথ্য অনুযায়ী ২০ জুন পর্যন্ত অধস্তন আদালতের মোট ৮৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সেখানে বলা হয়েছে, নওগাঁ জেলা জজ আদালতের অফিস সহায়ক মহিউদ্দিন মোহন করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে মারা গেছেন। তার কোভিড-১৯ পরীক্ষার ফল এখনও পাওয়া যায়নি।

মাদারীপুর জেলা জজ আদালতের জারীকারক মো. কাওছার মিয়া কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মারা গেছেন। তবে নারায়ণগঞ্জ জেলা জজ আদালতের অফিস সহায়ক আব্দুল বারী সুস্থ হয়েছেন।

আক্রান্ত বিচারকদের মধ্যে নেত্রকোণার জেলা জজ মো. শাহজাহান কবির এবং মুন্সিগঞ্জের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রোকেয়া রহমান সুস্থ হয়ে উঠেছেন।

বাকি কোন কোন বিচারক কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন তাদের নাম-পরিচয় জানায়নি আইন মন্ত্রণালয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “আইন মন্ত্রী আনিসুল হক মনিটরিং ডেস্কের রিপোর্ট পর্যবেক্ষণ করে আক্রান্তদের খোঁজ-খবর রাখছেন।”