• ❐ www.crimeprotidin.com ❐ ৮ম বর্ষ ❐ ঢাকা ❐ ২৭ জুন, ২০২০ ❐ dailycrimeprotidin@gmail.com ❐

করোনা হাসপাতালের সামনে বসছে গরুর হাট, উদ্বেগ বিশেষজ্ঞদের

ক্রাইম প্রতিদিন ডেস্ক

 ঢাকার দুই সিটির ২৪টি পশুর হাটের দুটি বসছে করোনা চিকিৎসায় নির্ধারিত হাসপাতালের সামনে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাটে এমনতিতেই রয়েছে স্বাস্থ্য ঝুঁকি। এরমধ্যে কোভিড হাসপাতালের সামনে হাট বসানোর সিদ্ধান্ত আরও বেশি উদ্বেগের।

দেশের দ্বিতীয় বৃহত্তম হাসপাতাল স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল। বরাবরই মতো এবারও সামনের প্রবেশ পথটিতে কোরবানীর হাট বসানোর সিদ্ধান্ত হয়।

পুরানো ঢাকার - মহানগর হাসপাতাল,  সামনের নয়াবাজার সড়কও আছে দক্ষিণ সিটির এবারের কোরবানীর পশুর হাটের তালিকায়।

দুটি হাসপাতালেই আছে কোভিড রোগী। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ বলছেন শুধু হাসপাতাল নয়, এই সময়ে হাট আয়োজন স্বাস্থ্যঝুঁকি বাড়াবেই।

দক্ষিণ সিটি বলছে হাসপাতালের সামনে থেকে অন্য জায়গায় সরানো যায় কিনা চিন্তা চলছে।

ঢাকা দক্ষিণ সিটি প্রধান সম্পত্তি কর্মকর্তা  মো. রাসেল সাবরিন বলেন, হাট বাজার ব্যবস্থাপনা কমিটি আছে এবং আমাদের সামনে মিটিং আছে সেখান থেকে সিদ্ধান্ত দিবে কোথায় বসলে ভালো হয় স্বাস্থ্য বিধি মেনে কিভাবে হাট করা যায় দক্ষিণ সিটি কর্পোরেশন সেটা দেখবে।

উত্তর সিটির গাবতলীসহ বসছে ১০টি হাট। তারা জোর দিচ্ছেন কঠোর স্বাস্থ্য বিধির উপর।

চাঁদ দেখার সাপেক্ষে ৩১শে জুলাই পালিত হতে পারে ঈদুল আজহা। কোরবানিতে পশুর হাট পাঁচদিন বসবে ২৪টি স্থানে।