• ❐ www.crimeprotidin.com ❐ ৮ম বর্ষ ❐ ঢাকা ❐ ৩ জুলাই, ২০২০ ❐ dailycrimeprotidin@gmail.com ❐

হাসপাতালে সাংবাদিকদের না, আমাদের রংবাজি চলবে, বলেই হামলা, ক্যামেরা ভাঙচুর

ক্রাইম প্রতিদিন ডেস্ক

করোনা পরীক্ষার নমুনা দিতে লাইনে দাঁড়ানো রোগীকে মারধরের ছবি তুলতে যাওয়ায় মুগদা জেনারেল হাসপাতালে দুই ফটো সাংবাদিকের ওপর হামলা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

হামলার শিকার হওয়া দুই ফটো সাংবাদিকেরা হলেন দেশ রূপান্তরের রুবেল রশীদ ও বাংলাদেশ প্রতিদিনের জয়িতা রায়।

আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে মুগদা হাসপাতাল চত্বরে এ হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

হামলার শিকার রুবেল রশীদ বলেন, ‘হাসপাতালে কভিড-১৯ টেস্টের জন্য আজ ৪০ জনকে টিকিট দেওয়া হয়। কিন্তু ৩৪ জনের পরীক্ষা করেই আনসার সদস্যরা বলেন, আজ পরীক্ষা শেষ। তখন ৩৬ নম্বর সিরিয়ালে দাঁড়িয়ে থাকা শাওন হোসেন নামের এক যুবকের সঙ্গে আনসার সদস্যদের তর্কাতর্কি হয়। একপর্যায়ে আনসাররা তাঁর গায়ে হাত তোলেন।’

রুবেল রশীদ আরো বলেন, ‘এ ঘটনার ছবি তুলতে যান বাংলাদেশ প্রতিদিনের আলোকচিত্রী জয়িতা রায়। এ সময় আনসার সদস্যরা তাঁকে থাপ্পড় দিতে এলে জয়িতা সরে পড়েন। এরপর ঘটনার ছবি তুলতে আমি এগিয়ে যাই। তখন আনসার সদস্যরা থাপ্পড় মেরে আমার ক্যামেরার ফিল্টার ভেঙে ফেলে।’

রুবেল রশীদ বলেন, ‘এ সময় আনসার সদস্যরা সাংবাদিকদের গালাগাল করতে থাকেন এবং বেঁধে রাখার হুমকি দেন। একপর্যায়ে তারা বলেন- এখানে সাংবাদিকদের রংবাজি চলবে না। আমাদের রংবাজি চলবে।’