• ❐ www.crimeprotidin.com ❐ ৮ম বর্ষ ❐ ঢাকা ❐ ৭ জুলাই, ২০২০ ❐ dailycrimeprotidin@gmail.com ❐

সড়কে সন্তান প্রসব অজ্ঞাত নারীর

ক্রাইম প্রতিদিন ডেস্ক

 চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা এলাকায় সড়কের ওপর সন্তান প্রসব করেছেন এক মা। সড়কের ওপর সন্তান প্রসবের পর অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছিল। এই সময় স্থানীয়রা মা ও নবজাতককে উদ্ধার করে সিএমপি-বিদ্যানন্দ ফিল্ড হাসপাতালে ভর্তি করেছে। সোমবার রাতে এই ঘটনা ঘটে।

এই বিষয়ে পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) উৎপল বড়ুয়া বলেন, রাতে মানসিক ভারসাম্যহীন এক নারী সড়কে সন্তান প্রসব করেন। পরে স্থানীয় তরুণরা বিষয়টি লক্ষ্য করে। শেষে ওই নারীকে উদ্ধার করে অদূরবর্তী সিএমপি-বিদ্যানন্দ ফিল্ড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নেওয়ার পর চিকিৎসকেরা মাকে রক্ত দেওয়ার প্রয়োজনীয়তা জানালে রক্ত দেওয়া হয়েছে। মা-সন্তান দুজনই এখন সুস্থ আছে। 

তিনি বলেন, ওই নারী নিজের নাম ঠিকানা কিছুই বলতে পারছেন না। আশপাশে ওই নারীর বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। তিনি মানসিক ভারসাম্যহীন হওয়ায় পরিচয় পেতে একটু সময় লাগছে। আশাকরি পরিচয় শনাক্ত করা সম্ভব হবে।

প্রসঙ্গত, চট্টগ্রামের করোনারোগী চিকিৎসার জন্য বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে এবং মহানগর পুলিশের সহযোগিতায় পতেঙ্গার বিকে কনভেশন সেন্টারে গত ১ জুলাই থেকে ফিল্ড হাসপাতাল চালু করা হয়েছ।