• ❐ www.crimeprotidin.com ❐ ৮ম বর্ষ ❐ ঢাকা ❐ ৭ জুলাই, ২০২০ ❐ dailycrimeprotidin@gmail.com ❐

জ্বীন নাটকে মাজার বানানোর পায়তারা

ইকবাল হোসেন, গাজীপুর

গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের বেলদিয়া এলাকার একটি বাড়িতে লোকজনের জ্বীনে ধরার  অভিনয়।  

ওই বাড়ির মালিক আব্দুস সামাদ জানান, বেশ কিছুদিন ধরে বাড়ির চারজন লোক  জ্বীনে ধরার মতো আচার-আচরণ করেছে।এলাকার স্থানীয় লোকজনের কাছ থেকে জানা গেছে, ও-ই বাড়ির চার জন লোকের কথাবার্তা ঠিক জ্বীনে ধরার রোগীর মতো।

আব্দুস ছামাদ জানান,উপজেলার বরমী ইউনিয়নের এক কবিরাজের মাধ্যমে জানতে পারেছে তাদের সবাইকে  জ্বীনে ধরেছে। আর এই নিয়ে এলাকায় নানা সমালোচনা।

পরে ওই জ্বীনে ধরা লোকজন ওই কবরের  উপরে লালসালু টানিয়ে দেন। ওই বাড়ির লোকজনের ধারণা মৃত রজব আলী শেখ শাহজালাল মাজারের মুরিদ ছিলেন, আর এসব জ্বীন সম্ভবত শাহজালাল মাজার থেকে এসেছে। এমন কার্যকলাপ দেখে এলাকার লোকজনের  মুখে মুখে নানান ধরনের সমালোচনা চলছে।

এবিষয়ে শ্রীপুর  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)খন্দকার ইমাম হোসেন জানান,বেলদিয়া এলাকার ও-ই বাড়ির লোকজনকে জ্বীনে ধরার বিষয়টি পুলিশের জানা নেই। তবে কবরকে মাজার বানানোর পায়তারা করার বিষয়টি খতিয়ে দেখা হবে।