• ❐ www.crimeprotidin.com ❐ ৮ম বর্ষ ❐ ঢাকা ❐ ৮ জুলাই, ২০২০ ❐ dailycrimeprotidin@gmail.com ❐

নোয়াখালীতে একদিনে ৩৮ জনের করোনা সনাক্ত, ১ জনের মৃত্যু

সালাহ উদ্দিন সুমন,নোয়াখালী

 নোয়াখালীতে একদিনে ৩৮ জনের করোনা ভাইরাস সনাক্ত হয়েছে ( সদরে-৯ জন, বেগমগঞ্জে-১ জন,সোনাইমুড়িতে-৭,সেনবাগে-১ জন,কোম্পানীগঞ্জে-১ জন ও কবিরহাটে-১,হাতিয়া-১৭,সুবর্ণচরে-১ জন) ও সুস্থ হয়েছে ৭২ জন।এনিয়ে নোয়াখালী জেলায় মোট আক্রান্তের সংখ্যা-২৩৬২ জন, মৃত্যু-৫২ জন ও সুস্থ হয়েছেন ১২৫৫ জন। 

বুধবার ৮ই জুলাই সকাল ১০ টায় বিষয়টি মুঠোফোনে নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার। তিনি বলেন,আক্রান্তদের মধ্যে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ রয়েছেন। তাদের মধ্যে ৩৬ জনকে মাইজদী শহীদ ভুলু স্টেডিয়ামে অস্থায়ী করোনা ভাইরাস হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে। নিজ নিজ বাড়ীতে আইসোলেশনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা-১০১৯ জন।নোয়াখালীর করোনা আক্রাস্তে সংখ্যা উপজেলা ভিত্তিক তথ্য: সদর সর্বোচ্চ- ৭১৮ জন, বেগমজঞ্জ-৬৭৭জন,চাটখিলে-১৪১জন,সোনাইমুড়ীতে-১২৮জন,কবিরহাটে-২৫৭জন,কোম্পানীগঞ্জে-১৩২ জন, সেনবাগে-১০৫ জন, হাতিয়া-৫৪ জন ও সুবর্ণচরে-১৫০ জনসহ মোট জেলায়- ২৩৬২ জন করোনা ভাইরাসে আক্রান্ত।