• ❐ www.crimeprotidin.com ❐ ৮ম বর্ষ ❐ ঢাকা ❐ ২২ জুলাই, ২০২০ ❐ dailycrimeprotidin@gmail.com ❐

রামেকের পিসিআর ল্যাব থেকে ৫২ জনের নমুনা ‘গায়েব’

ক্রাইম প্রতিদিন ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য বিভাগ থেকে পাঠানো ৫২ জনের নমুনা রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের পিসিআর ল্যাব থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। নমুনা দেওয়া ওই ৫২ জনের মধ্যে আটজন পুলিশ সদস্য এবং একজন ইউপি চেয়ারম্যান রয়েছেন।

গত ১২ জুলাই শিবগঞ্জ থেকে এসব নমুনা পাঠানো হয়, আজ বুধবার পর্যন্ত তা খুঁজে পাওয়া যায়নি। এ নিয়ে নমুনা দেওয়া ব্যক্তিরা ও শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা বিপাকে পড়েছেন।

চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য (এমপি) ডা. সামিল উদ্দিন আহমদ শিমুল বলেন, ‘আমি নিজে রামেক ল্যাবে যোগাযোগ করেছি। নমুনাগুলো তারা খুঁজে পাচ্ছেন না বলে জানিয়েছেন।’

অন্যদিকে, রামেক ভাইরোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. সাবেরা গুলনাহার বলেন, ‘ওই ৫২টি নমুনা গত ১৩ ও ১৪ জুলাই পরীক্ষার চেষ্টা করা হয়। এগুলো ইনভ্যালিড হয়ে গেছে। এ জন্য ফের তাদের নমুনা সংগ্রহ করে পাঠাতে বলা হয়েছে।’

শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. সায়েরা খান বলেন, ‘তিন দিন আগে ওই ৫২ জনের ফের নমুনা সংগ্রহের নির্দেশনা আসে। ১৪ দিন পার হওয়ায় নমুনা দেওয়া অনেকেই এখন সুস্থ। তারা নমুনা দিতে চাচ্ছেন না।’

তিনি বলেন, ‘এখানে দুজন নমুনা সংগ্রহকারীর একজন করোনায় আক্রান্ত। এ জন্য মাত্র একজনের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে। অনাগ্রহীদের টাকা ফেরত দেওয়া হবে।’