• ❐ www.crimeprotidin.com ❐ ৮ম বর্ষ ❐ ঢাকা ❐ ১৪ জানুয়ারী, ২০২০ ❐ dailycrimeprotidin@gmail.com ❐

ঢাকা উওর সিটি কর্পোরেশন নির্বাচন : ১৬ নং ওয়ার্ডে এগিয়ে স্বপন

ইসমত দ্দোহা, ঢাকা

তফসিল ঘোষিত ৩০ ই জানুয়ারি বিভক্ত  দুই ঢাকা সিটি কর্পোরেশনের ভোট গ্রহণের লড়াই জমে উঠেছে প্রার্থীদের মাঝে। ০৯ জানুয়ারি প্রতীক বরাদ্দের পর ১০ ই জানুয়ারি জুমার নামাজ শেষেই প্রার্থীরা নিজ নিজ নির্বাচনী এলাকায় গণসংযোগ শুরু করেছে। 

তার -ই ধারাবাহিকতায় জমে উঠেছে ঢাকা উওর সিটির ১৬ নং ওয়ার্ডের নির্বাচনী প্রচার -প্রচারণা। প্রকাশ্যে কোন ধরনের অপ্রিতীকর পরিস্থিতি দেখা না গেলেও চলছে গোপন হিসাব -নিকাশ। ব্যক্তিগত ইমেজ দলীয় রাজনীতি সব মিলিয়ে নির্বাচনে জয়ের ব্যাপারে সবাই আস্থা রাখছেন ভোটার ও নিজ নিজ দল ও নেতাকর্মীদের উপর।

কাফরুল, ইব্রাহীমপুর, শেওড়াপাড়া, ও কাজী পাড়ার কিছু অংশ নিয়ে ১৬ নং ওয়ার্ড গঠিত। ভোটার সংখ্যা ৮৬ হাজার ৮৮ জন প্রায়। আওয়ামীলীগের দলীয় সমর্থিত প্রার্থী বর্তমান কমিশনার মতিউর রহমান মোল্লা (ব্যাটমিন্টন মার্কায়), বিএনপি সমর্থিত প্রার্থী কাফরুল থানা যুবদলের সভাপতি হাবিবুর রহমান রাব্বি (ঘুড়ি মার্কা),জাতীয় পার্টি সমর্থিত মুকুল আমিন (ট্রাক্টর মার্কা ),স্বতন্ত্র প্রার্থী আজিজুর রহমান স্বপন (ঠেলাগাড়ি মার্কা),কাফরুল থানা বিএনপির সাধারন সম্পাদক একরাম হোসেন।

দলীয় সমর্থন না পেলেও সাবেক ছাএ নেতা তরুণ রাজনীতিবিদ ক্লিন ইমেজ নিয়ে প্রচারের শীর্ষে আছেন (ঠেলা গাড়ি) প্রতীকের আজিজুর রহমান স্বপন। দলীয় বাধ্যবাধকতা থাকার কারণে প্রকাশ্যে কেউ কিছু না বললেও রাজনৈতিক চাওয়া -পাওয়ার হিসেবে স্বপনের দিকেই সবার আগ্রহ। দলীয় প্রার্থী হিসেবে মাঠের রাজনীতিতে শীর্ষ দুই দলের প্রার্থীদের লড়াই হওয়ার প্রকাশ্যে রুপ দেখা গেলেও ট্রাম্প কার্ড হিসেবে আবির্ভূত হচ্ছেন স্বপন। একসময় বামপন্থী রাজনীতি করা স্বপনের প্রতি সমর্থন জানিয়েছে ১৬ নং ওয়ার্ড সিপিবি ও তাদের অঙ্গ -সংগঠন গুলো।

উল্লেখ্য নির্বাচন কমিশন ঘোষিত ৩০ শে জানুয়ারি ২০২০ ভোট গ্রহণের তারিখ নির্ধারিত হলেও স্বরস্বতি পূজার কারণে একদিন পিছিয়ে ৩১ শে জানুয়ারি ভোট গ্রহণের সম্ভাবনা আছে।