• ❐ www.crimeprotidin.com ❐ ৮ম বর্ষ ❐ ঢাকা ❐ ৩১ জুলাই, ২০২০ ❐ dailycrimeprotidin@gmail.com ❐

রাজধানীতে ‘বন্দুকযুদ্ধে’ শীর্ষ সন্ত্রাসী কিলার মহসিন নিহত

ক্রাইম প্রতিদিন ডেস্ক

রাজধানীর পল্লবীতে র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন। পল্লবীর ইস্টার্ন হাউজিং এলাকায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

বন্দুকযুদ্ধে নিহতের নাম মহসিন ওরফে কিলার মহসিন। তিনি শাহাদাত বাহিনীর পেশাদার খুনি ও শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত।

ক্ষুদে বার্তায় র‍্যাবের লিগ্যাল ও মিডিয়া উইং থেকে ঘটনার বিষয়ে জানানো হয়েছে।

র‍্যাব জানায়, মধ্যরাতে ইস্টার্ন হাউজিংয়ে অভিযান চালানোর পর সন্ত্রাসীরা অতর্কিতভাবে র‍্যাবের ওপর হামলা চালায়। র‍্যাব পাল্টা গুলি ছোড়ে। এসময় কিলার মহসিন নিহত হয়।

র‍্যাব-৪ এর অধিনায়ক মোজাম্মেল হক জানান, মোহসিন শহীদ বাহিনী নামে একটি টপ টেরর বাহিনীর সদস্য ও পেশাদার খুনি। তার নামে বিভিন্ন থানায় হত্যাসহ ১০টি মামলা রয়েছে।

বন্দুকযুদ্ধের ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, ৩টি বুলেট এবং ১০০০ পিস ইয়াবা ও একটি পাসপোর্টের ফটোকপি উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, পল্লবীতে এই বাহিনীর সদস্যরা অবস্থান করছে এই তথ্যের ভিত্তিতে র‍্যাব অভিযানটি চালায়। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে তারা গুলি চালাতে থাকলে র‍্যাব পাল্টা গুলি ছোড়ে এবং উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি হয়। গুলি বিনিময়ের সময় মহসিনের গায়ে গুলি লাগে। তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, পাসপোর্টের ফটোকপি যাচাই ও প্রাথমিক তদন্তে র‍্যাব জানতে পারে, মহসিন অপরাধ সংগঠিত করে পার্শ্ববর্তী একটি দেশে লুকিয়েছিলেন। সম্প্রতি সে বাংলাদেশে অপরাধ সংঘটনের জন্য এসেছিল। তার বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে।