• ❐ www.crimeprotidin.com ❐ ৮ম বর্ষ ❐ ঢাকা ❐ ৯ আগস্ট, ২০২০ ❐ dailycrimeprotidin@gmail.com ❐

১৫ কোটি টাকার বাড়ি, নামে-বেনামে ৫ একর জমি ৩য় শ্রেণির কর্মচারীর

ক্রাইম প্রতিদিন ডেস্ক

পটুয়াখালীর বাউফলে আবদুস সালাম ওরফে মোহাম্মাদ আলী নামের এক তৃতীয় শ্রেণীর কর্মচারী রাতারাতি অঢেল সম্পদের মালিক বনে চলে গেছেন।

বাউফল পৌর শহরের ৭ নং ওয়ার্ডে এক একর বিশ শতাংশ জমিতে প্রায় পনের কোটি টাকার বিলাস বহুল তিনতলা ডাবল ফ্লাট বাড়িতে থাকছেন। এছাড়াও নামে-বেনামে ক্রয় করেছে প্রায় পাঁচ একর জমি।

আসদুস সালাম জেলার দুমকি প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের তৃতীয় শ্রেণীর কর্মচারী (নিম্ন মাস সহকারি) পদে কর্মরত আছেন বলে জানা যায়। কিভাবে হলেন এত সম্পদের মালিক? কোথায় তাঁর উৎস?

জানা যায়,সালাম দুমকি পিআইও অফিসে বিভিন্ন অনিময় দুর্নীতির সাথে জড়িত। একাধিক অভিযোগে দুই বার বিভাগীয় আইনে সাময়িক বহিস্কার হয়েছেন সে। তবে টাকা দিয়ে সংশ্লিষ্ট মহলকে ম্যানেজ করে স্বপদ ফিরে পায় বলে জানা যায়।

অভিযোগ আছে- আবদুস সালামের প্রথম স্ত্রীকে তালাক দেয়। পরে লাকি নামের এক নারী কে বিয়ে করে। প্রথম স্ত্রীর গর্ভে সালমা নামের এক কণ্যা সন্তান আছে। তবে তাঁর সন্তানের পরিচয় দেয় না।

খোজ নিয়ে জানা যায়,সালামের মা-বাবা অনেক আগেই মারা যান। মা-বাবা মারা যাওয়ার পর সে তাঁর তিন বোনের পৈত্রিক সম্পত্তির জোর করে ভোগদখল করে আসছে। পাওয়া সম্পত্তি চাইতে গিয়ে বার বার অপমানিত হতে হয়েছে বড় বোনসহ তাদের স্বামীদের।

আবদুস সালামের একাধিক আত্মীয়রা জানায়, পিআইও অফিসে অনিয়ম দূর্নীতিও ঘুষ বানিজ্য করে রাতারাতি কোটিপতি বনে গেছেন সে। এছাড়াও বোনদের অংশের সম্পদ ভোগদখল করছে।

এবিষয়ে জানতে চাইলে আবদুম সালম বলেন, আমি দূর্নীতি করে থাকলে আমার ডিপার্মেন্ট আমার বিরুদ্ধে ব্যবস্থা নিবে।

বিলাস বহুল বাড়ি বিষয়ে জানতে চাইলে সে বলেন,শশুর বাড়ির টাকায় বাড়ি তৈরি করা হয়েছে। আর প্রথম স্ত্রীর সন্তানের খোজ খবর নিবে কিনা সেটা তাঁর ব্যক্তিগত ব্যাপার।