• ❐ www.crimeprotidin.com ❐ ৮ম বর্ষ ❐ ঢাকা ❐ ১২ আগস্ট, ২০২০ ❐ dailycrimeprotidin@gmail.com ❐

শ্রীপুরে অসহায় মহিলার বসতঘর ভাংচুর

ইকবাল হোসেন, গাজীপুর

গাজীপুরের শ্রীপুরের সাব-রেজিস্ট্রার অফিসের সাথে এক অসহায় বৃদ্ধা মহিলার একটি মাত্র থাকার ঘর ভেঙ্গে দিয়েছে ভূমিদস্যুরা অভিযোগ উঠেছে।

এলাকায় সন্ত্রাসী কায়দায় জমি দখল করতে গিয়ে উক্ত জমিতে থাকা বসতবাড়ীতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করেছে ভূমিদস্যূরা।সরেজমিনে গিয়ে এলাকাবাসীর সাথে কথা বলে জানা গেছে, প্রায় ১০/১২ বৎসর ধরে বৃদ্ধা মহিলা হাফেজা খাতুন এখানে বসবাস করে আসছে।

এবিষয়ে বৃদ্ধা মহিলার মেয়ে দিলারা খাতুন বাদী হয়ে ভূমিদস্যু আজিজুল ইসলাম সহ আরও কয়েক জনের মনে শ্রীপুর মডেল থানায় একটি লেখিত অভিযোগ দিয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে,আজিজুল ইসলাম এর  নেতৃত্বে কয়েক জন দেশীয় অস্ত্রে সজ্জিত হইয়া উক্ত জমিতে সন্ত্রাসী কায়দায় প্রবেশ করে ওই বৃদ্ধা মহিলার বসতবাড়ীতে ভাংচুর করে।

বসতঘর ভেঙ্গে দেওয়ার পরে-ও বৃদ্ধা মহিলাকে বেধম মারধোর করেছে বলে জানা গেছে অভিযোগ থেকে। জানা গেছে, ৪৩ নং শ্রীপুর মৌজায় এস,এস ৫০১, আর, এস ৪৪০ নং খতিয়ানে সাবেক ৮৮৮ আর,এস ৪৬৯৪, ৪৬৯৭ নং দাগের আর,এস রেকর্ডীয় মালিক মৃত আঃ রহমান জীবিত থাকা অবস্থায় হাফেজা খাতুন ও তার অপর বোন হাসরারা খাতুন, রোকিয়া খাতুন এর নামে বিগত ৩০/৫/২০০০২ সালে ৫৪৩৭ নং বেলা ওয়াজ হেবা দলিল মূলে ৩.৫০ শতাংশ জমি হস্তান্তর করে।

ওই বৃদ্ধা মহিলার মেয়ে দিলারা খাতুন জানান,গত ২৯ /৭/২০২০ তারিখে ভূমিদস্যু আজিজুল ইসলাম অন্যায় ভাবে আমাদের ভোগদখলীয় জমি দখলের জন্য বসতঘর ভাংচুর করেছে।

এবিষয়ে আজিজুল ইসলাম এর মোবাইল +8801714990909 নম্বরটি বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া যায়নি।

এবিষয়ে শ্রীপুর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নূরে আলম মোল্লা জানান, বৃদ্ধ মহিলা এখানে বহু বছর ধরে বসবাস করে আসছে।

এবিষয়ে শ্রীপুর মডেল থানার ইন্সপেক্টর গোলাম সারোয়ার জানান,বাড়ি ভাংচুরের ঘটনাটি সঠিক তদন্ত করে আইনগত ব্যবস্থা দেওয়া হবে।