• ❐ www.crimeprotidin.com ❐ ৮ম বর্ষ ❐ ঢাকা ❐ ১৩ আগস্ট, ২০২০ ❐ dailycrimeprotidin@gmail.com ❐

মৃত্যুহার কমে আসায় করোনা ব্রিফিং বন্ধ হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

ক্রাইম প্রতিদিন ডেস্ক

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনা সংক্রমণ ও মৃত্যুহার কমে আসায় সরাসরি ব্রিফিং না করে, প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ সংক্রান্ত তথ্য জানানোর ব্যবস্থা নেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার বিশেষায়িত হাসপাতাল নির্মাণ সংক্রান্ত এক সভা শেষে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

করোনার আপডেট নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিং হলেও ১২ আগস্ট থেকে তা বন্ধ করে দেওয়া হয়।
ব্রিফিং বন্ধ করা নিয়ে প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, গত ৪/৫ মাস যে ব্রিফিংটা হয়েছে সেট অ্যাপ্রিশিয়েট হয়েছে। করোনার প্রকোপ কমে আসছে, মৃত্যুর হার কমে আসছে এবং সুস্থতার হারও অনেক বেড়েছে। সংক্রমণটা কমেছে, আমরা যেভাবে আশা করেছি এখন সেভাবে আর নেই।

‘ব্রিফিংয়ে বিষয়টি হলো যে এখন স্বশরীরে ব্রিফিং করবে না। এখন প্রেস রিলিজের মাধ্যমে বিষয়গুলো দেওয়া থাকবে। এতে আমি মনে করি না একজন ব্যক্তি পড়া আর একটা প্রেস রিলিজের মাধ্যমে স্ক্রলে আসা খুব একটা পার্থক্য। যেন পত্রিকায় আসে সেটাও ব্যবস্থা নিয়েছেন বলে জানিয়েছেন সচিব মহোদয় ‘