• ❐ www.crimeprotidin.com ❐ ৮ম বর্ষ ❐ ঢাকা ❐ ১৭ আগস্ট, ২০২০ ❐ dailycrimeprotidin@gmail.com ❐

জরুরি সফরে মঙ্গলবার ঢাকা আসছেন ভারতের বিদেশ সচিব

ক্রাইম প্রতিদিন ডেস্ক

জরুরি সফরে ঢাকা আসছেন ভারতের বিদেশ সচিব হর্ষ বর্ধন শ্রিংলা। স্পেশাল ফ্লাইটে মঙ্গলবার দুপুরের আগে বাংলাদেশ পৌঁছাবেন বলে দায়িত্বশীল কূটনৈতিক সূত্র গণমাধ্যমকে নিশ্চিত করেছে। সূত্র জানিয়েছে বিশেষ বার্তা নিয়ে মঙ্গলবার ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা।

একদিনের ঝটিকা সফরে বিশেষ বিমানে তিনি ঢাকায় পৌঁছবেন। সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সাক্ষাৎ করার সম্ভাবনা রয়েছে। তবে মূল আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠক করবেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে।

এ সময় দ্বিপক্ষীয় সহযোগিতার সার্বিক বিষয় পর্যালোচনা করা হবে। মহামারীর মধ্যে শ্রিংলার আকস্মিক এ সফরকে খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকেই। ঢাকা ও দিল্লির একাধিক কূটনৈতিক সূত্র সফরের বিষয় নিশ্চিত করলেও এ ব্যাপারে আগাম কোনো ঘোষণা দেয়া হয়নি।

সোমবার সন্ধ্যায় উভয় দেশের রাজধানীর কূটনৈতিক সূত্রগুলো গণমাধ্যমের কাছে সফরটিকে খুবই তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করেছে।

একজন ওয়াকিবহাল কূটনীতিক যুগান্তরকে বলেন, ‘কোভিড-১৯ বিষয়ে ভারতের সহযোগিতার বিশেষ বার্তা পৌঁছে দেবেন শ্রিংলা’।

পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন সোমবার রাতে গণমাধ্যমকে বলেন, ‘এ সম্পর্কে আমি কিছু জানি না।’ শ্রিংলার সঙ্গে তার কোনো সাক্ষাতের কর্মসূচি নেই উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি সকালে সিলেট যাচ্ছি।’

করোনাভাইরাসের মহামারী মোকাবেলায় বাংলাদেশে চীনের টিকার তৃতীয় পর্যায়ের পরীক্ষার আলোচনার মধ্যে শ্রিংলার এ সফর হচ্ছে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় যৌথভাবে ভারতও করোনাভাইরাসের টিকা আবিষ্কারের শেষ পর্যায়ে রয়েছে। ইতিমধ্যে বাংলাদেশসহ প্রতিবেশী দেশগুলোকে টিকা দিয়ে সহযোগিতার সিদ্ধান্ত নিয়েছে ভারত।

করোনাভাইরাস মোকাবেলায় চীনের চিকিৎসক প্রতিনিধি দল বাংলাদেশ সফর করে গেছে। চীন বাংলাদেশে টিকার পরীক্ষা চালানোর ঘোষণা দিলে দিল্লির ভ্যাকসিন ডিপ্লোম্যাসি সক্রিয় হয়ে ওঠে। বাংলাদেশ অবশ্য চীনের টিকার পরীক্ষার বিষয়ে বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে। পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা বাংলাদেশে ভারতের হাইকমিশনার ছিলেন।