• ❐ www.crimeprotidin.com ❐ ৮ম বর্ষ ❐ ঢাকা ❐ ১৮ আগস্ট, ২০২০ ❐ dailycrimeprotidin@gmail.com ❐

অবশেষে ঘুষের টাকা ফেরত দিলেন সেই ইউপি চেয়ারম্যান

ক্রাইম প্রতিদিন ডেস্ক

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ১০নং যোগানিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইইপি সদস্য গেরামারা গ্রামের আব্দুল মান্না দুলাল ওরফে দুলাল মেম্বার ঘুষের টাকা ফেরত দিয়েছেন। প্রধানমন্ত্রীর বিশেষ উপহার দুর্যোগ সহনীয় বাসগৃহ দেয়ার কথা বলে দুই দিনমজুরের কাছ থেকে গ্রহণ করা মোট ৪০ হাজার ঘুষের টাকা সোমবার (১৭ আগস্ট) ফেরত দেন।

সূত্র জানায়, প্রায় বছর খানেক আগে গেরামারা গ্রামের কয়েকজন হতদরিদ্রকে সরকারী ঘর বরাদ্দ দিবে বলে ৮০ হাজার থেকে সর্বনিন্ম ২০ হাজার টাকা ঘুষ নেন ইউপি সদস্য আব্দুল মান্নান দুলাল। তবে এখনও পর্যন্ত ঘর বরাদ্দ তো দূরের কথা ওই তালিকায় নামই উঠেনি অনেকের।

সম্প্রতি বিষয়টি প্রকাশ হয়ে পড়লে আব্দুল হাকিম ও দুলাল মিয়া দোলা নামে দুই দিনমজুর বিষয়টি গণমাধ্যমে তোলে ধরেন ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগের প্রেক্ষিতে সাক্ষ্য গ্রহণ শেষে সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা গেরামারা গ্রামে যান এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

একপর্যায়ে অভিযুক্ত ইউপি সদস্য আব্দুল মান্নান দুলাল ঘুষ গ্রহণের বিষয়টি স্বীকার করেন এবং অভিযোগকারী দুই দিনমজুরের কাছ থেকে ২০ হাজার করে ঘুষ হিসেবে গ্রহণ করা মোট ৪০ হাজার টাকা ফেরত দেন। নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।