• ❐ www.crimeprotidin.com ❐ ৮ম বর্ষ ❐ ঢাকা ❐ ১৬ জানুয়ারী, ২০২০ ❐ dailycrimeprotidin@gmail.com ❐

ধানের শীষের প্রার্থীর পক্ষে পথসভা করতে চায় ঐক্যফ্রন্ট

ক্রাইম প্রতিদিন ডেস্ক

ঢাকা সিটি নির্বাচনে উত্তর-দক্ষিণে ধানের শীষ প্রতীকের দুই মেয়রপ্রার্থীর পক্ষে চারটি পথসভা করতে চায় বিএনপিকে নিয়ে গঠিত কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট। দুটি পথসভা হবে ঢাকা উত্তরে বিএনপি প্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে আর দুটি পথসভা দক্ষিণের প্রার্থী ইশরাক হোসেনের পক্ষে।

বৃহস্পতিবার বিকালে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠকের পর জোটের এই সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানানো হয়।

ঢাকা সিটি নির্বাচনে প্রচারণা শুরুর পর এতদিন ঐক্যফ্রন্টে কোনও তোড়জোড় দেখা যায়নি। প্রচারণার আটদিনের মাথায় ধানের শীষের মেয়রপ্রার্থীর পক্ষে মাঠে নামতে কর্মসূচি হাতে নিলো ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা।

বৈঠকের পরে সাংবাদিকদের ঐক্যফ্রন্ট প্রধান কামাল হোসেন বলেন, ‘স্বরস্বতী পূজার দিনে ভোট করা সরকারের একটা অন্যায় কাজ হয়েছে। এটা অতীতে কোনোদিন হয়নি। ঈদের দিনে যদি নির্বাচন হয়, পূজার দিন যদি এটা হয় এটা সরকারের একদম গাফেলতি এবং ব্যর্থতা।’

৩০ জানুয়ারি ভোটের তারিখ পরিবর্তনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী যে দাবি করে আসছেন তা নিয়ে এক প্রশ্নে কামাল হোসেন বলেন, ‘নীতিগতভাবে তো আমরা তাদের পক্ষে।’

সিটি নির্বাচনে নিরপেক্ষতা নিয়ে শঙ্কা প্রকাশ করে কামাল হোসেন বলেন, ‘ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে সরকারের দলীয় প্রার্থী, মন্ত্রী-এমপিদের নির্বাচন আচরণবিধি ভঙ্গ করা এবং ঐক্যফ্রন্টের প্রার্থীদের নির্বাচনী জনসংযোগে বাধা ও হামলা প্রমাণ করে নির্বাচনের কোনো সুষ্ঠু পরিবেশ নেই। এই ব্যাপারে নির্বাচন কমিশনও কোনো ব্যবস্থা নিচ্ছেন না।’

তিনি বলেন, ‘দেশের জনগণ নির্বাচনের পক্ষে। কারণ এর মাধ্যমে জনগণ রাষ্ট্রে তার মালিকানা নিশ্চিত করতে পারে। অবাধ সুষ্ঠু নির্বাচন ছাড়া এই মালিকানা নিশ্চিত হবে না।’

বৈঠকে শেয়ার বাজারকে নানা কারসাজির মাধ্যমে ধবংস করে ক্ষুদ্র বিনিয়োগকারীদের সর্বশান্ত করে অর্থ লুন্ঠনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয়।

মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির এই বৈঠকে জেএসডির আসম আবদুর রব, সা ক ম আনিসুর রহমান খান, সানোয়ার হোসেন তালুকদার, বিএনপির আবদুল মঈন খান, গণফোরামের আবু সাইয়িদ, সুব্রত চৌধুরী, রেজা কিবরিয়া, জগলুল হায়দার আফ্রিক, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, শহীদুল্লাহ কায়সার, ড. জাহিদ-উর রহমান, মমিমুল ইসলাম, গণস্বাস্থ্য সংস্থার ডা. জাফরুল্লাহ চৌধুরী, বিকল্পধারা নুরুল আমিন ব্যাপারী ও জাতীয় ঐক্যফ্রন্টের দপ্তর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু উপস্থিত ছিলেন।