• ❐ www.crimeprotidin.com ❐ ৮ম বর্ষ ❐ ঢাকা ❐ ২২ আগস্ট, ২০২০ ❐ dailycrimeprotidin@gmail.com ❐

মামলার বাদীকে হুমকি, ২ মাসেও গ্রেপ্তার হয়নি আসামীদের কেউ!

নির্মল বড়ুয়া মিলন, রাঙামাটি

একজন বে-সরকারি সংস্থায় কর্মরত নারীর বিরুদ্ধে নানাভাবে অনলাইনে সাইবার অপরাধ সংগঠিত করায় রাঙামাটি জেলার বরকল উপজেলায় সংঘবদ্ধ অপরাধী চক্রের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করার দুই মাস পরও পাঁচজন আসামীর মধ্যে একজন আসামীও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। 

উল্টা মামলার বাদী ভুক্তভোগী সেই নারীকে প্রাণ নাশের হুমকি দেওয়ায় তার এবং স্বজনদের নিরাপত্তার স্বার্থে সাধারন ডায়েরী করতে বাধ্য হয়েছে মামলার বাদি। বরকল থানা জিডি নং-৫০১ তারিখ ১৯ আগষ্ট-২০২০। 

সাধারন ডায়েরী সূত্রে জানাযায়, মামলা দাযের করার পর গত ২৫ জুন-২০২০ ইংরেজি তারিখ থেকে চলিত মাসের ১০ আগষ্ট-২০২০ ইংরেজি তারিখ পর্যন্ত বাদির ২টি মোবাইল নাম্বারে এবং স্বজনদের ৪টি মোবাইলসহ ৬টি নাম্বারে হুমকি দাতারা ৩টি মোবাইল নাম্বার থেকে বাদির কাছে এবং তার আত্মীয়-স্বজনের কাছে আসামীর বিরুদ্ধে দায়ের করা মামলা তুলে নেয়ার জন্য চাপ প্রয়োগ করে আসছে, এ মামলা তুলে নেয়া না হলে প্রাণে মেরে ফেলার হুমকি প্রদান করা হচ্ছে । বিষয়টি নিয়ে বাদি এবং স্বজনরা নিরাপত্তা হীনতায় ভুগছে বলে বরকল থানায় সাধারন ডায়েরীতে উল্লেখ করেন। 

সংঘবদ্ধ অপরাধী চক্রটি প্রযুক্তির মাধ্যমে ইলেক্টনিক্স ডিভাইস ব্যবহার করে প্রতারনার মাধ্যমে অর্থ আত্মসাৎ এছাড়া আপত্তিকর ভিডিও এবং ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোষ্ট করে সাইবার অপরাধ সংগঠিত করায় রাঙামাটি জেলার বরকল থানায়  গত ২২ জুন-২০২০ রাখী খীসা  বাদি হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে পাঁচজন আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। 

যা বরকল থানা মামলা নং-০১ তারিখ ২২ জুন-২০২০ এবং রাঙামাটি কগনিজেন্স আদালতের মামলা নং- ২০৯/২০২০ ।

এ মামলার আসামীরা হচ্ছে : ১। নকুল চন্দ্র শর্মা, পিতা-মৃত সুধন চন্দ্র শর্মা, গ্রাম- হরিণা বাজার এলাকা, ২। মো. সোহেল ৩। মো. সুমন পারভেজ উভয়ের পিতা-  আব্দুল মালেক, গ্রাম- হরিণা বাজার এলাকা (আমতলা), ৪। মো. ইউছুফ রানা, পিতা-মৃত আলি আহম্মদ, গ্রাম- হরিণা বাজার এলাকা (আমতলা), থানা- বরকল, উপজেলা- বরকল ও ৫। অমর শান্তি চাকমা পিতা- চিরনজীব চাকমা, মাতা- ইন্দ্রদেবী চাকমা, গ্রাম-কুসুমছড়ি, সুভলং, বর্তমান ঠিকানা- গ্রাম-ধনুবাগ-মাষ্টার পাড়া (সূর্যের হাসি ক্লিনিক ছ্টো হরিণা শাখা), থানা- বরকল, উপজেলা- বরকল, জেলা-রাঙামাটি পার্বত্য জেলা।

উল্লেখিত ৫ জন আসামীদের বিরুদ্ধে বরকল থানায় গত ২২ জুন-২০২০ তারিখ ডিজিটাল নিরাপত্তা আইনের ২৪ (২)/ ২৫ (২)/ ২৯/ ৩০/ ৩১ (২)/ ৩৫ (২) ২০১৮ ধারায় মামলা দায়ের করার পরও ১ ও ২ নাম্বার আসামী চট্টগ্রাম শহরে চাকুরী করছে এছাড়া অন্য ৩জন আসামীরা বরকলের হরিণায় বসে চাকুরী করছে এবং ব্যবসা পরিচালনা করছে জানা গেছে।

এদিকে মামলার আসামী অমর শান্তি চাকমা (সূর্যের হাসি ক্লিনিক ছ্টো হরিণা শাখা) ভারপ্রাপ্ত শাখা ম্যানেজার মুঠোফোনে জানায়, গ্রীনহিল বে-সরকারি উন্নয়ন সংস্থার প্রকল্পের সূর্যের হাসি ক্লিনিক কর্তৃপক্ষের নিদের্শে আপত্তিকর ভিডিওটি ছোট হরিণা বাজারের মোবাইল দোকানদার মো. জুয়েল এর নিকট থেকে সংগ্রহ করে রাঙামাটি প্রধান কার্যালয়ে পাঠিয়েছি। আমি কর্তৃপক্ষের নিদের্শ পালন করেছি মাত্র।  

এ বিষয়ে গ্রীনহিল বে-সরকারি উন্নয়ন সংস্থার চেয়ারপার্সন টুকু তালুকদার বলেন, আপত্তিকর ভিডিও বা মামলার বিষয়ে তিনি কিছুই জানেন না। এটা তাদের ব্যক্তিগত সমস্যা বলে সাফ জানিয়ে দেন।   

মামলার বিষয়ে বাঘাইছড়ি সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আবদুল আউয়াল চৌধুরী বলেন, সিডিআর সংগ্রহ করা হয়েছে, আসামীদের অবস্থান নির্নয় করে অভিযান পরিচালনা করে শিঘ্রই আসামীদের গ্রেপ্তার করা হবে। 

এবিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা সাব-ইন্সপেক্টর মো. কামাল হোসেন বলেন, করোনা পরিস্থিতির কারণে মামলার কার্যক্রম ব্যহৃত হয়েছে তবে মামলার অগ্রগতি হয়েছে। 

বাদির সাধারন ডায়েরী বিষয়ে তিনি বলেন, বরকল থানায় ১৯ আগষ্ট বাদির জিডিটি নথিভুক্ত করা হয়েছে এবং  হুমকি দাতাদের তথ্য নিশ্চিত হওয়ার জন্য ঢাকা সিআইডিতে ফরেনসিক টেষ্ট রিপোর্টের জন্য পাঠানো হয়েছে।

এছাড়া উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সকল আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যহত রয়েছে বলে মামলার আইও বলেন।

এবিষয়ে মামলার বাদি রাখী খীসা বলেন, প্রতারক সংঘবদ্ধ অপরাধী চক্রটির বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছি আজ দুই মাস হল কিন্তু পাঁচজন আসামীর মধ্যে একজন আসামীও পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। এটা অত্যান্ত দুঃখজনক ঘটনা। আসামী প্রতারক নাপিত নকুল চন্দ্র শর্মা ও তার চক্রের সদস্যরা চট্টগ্রাম শহরে এবং রাঙামাটি শহরে পুলিশের নাকের ডগায় দিব্যি ঘুরে বেড়াচ্ছে। হতাশায় ভুগছি আমি এবং আমার স্বজনরা। 

রাখী খীসা বলেন, “ হিষ্টিরী চিটার নকুল চন্দ্র শর্মা ও তার চক্রের সদস্যদের গ্রেপ্তারে আমি সকলের সহযোগিতা চাই”।