• ❐ www.crimeprotidin.com ❐ ৮ম বর্ষ ❐ ঢাকা ❐ ১৭ জানুয়ারী, ২০২০ ❐ dailycrimeprotidin@gmail.com ❐

মিডনাইট ভোটের পর এবার ইভিএমে ভোট লুটের বায়োস্কোপ দেখাবেন সিইসি

ক্রাইম প্রতিদিন ডেস্ক

একাদশ নির্বাচনের পর এবার ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) দিয়ে সিইসি আরেকটি বায়োস্কোপ দেখাবেন বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, সিইসি (প্রধান নির্বাচন কমিশনার) একাদশ নির্বাচনে মিডনাইট ভোটের পর এবার ইভিএম দিয়ে ভোট লুটের নতুন আরেকটি বায়োস্কোপ দেখাতে যাচ্ছেন ঢাকা সিটি নির্বাচনে।

শুক্রবার সকালে রাজধানীর নয়াপল্টনে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন রিজভী।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে এই বিক্ষোভ মিছিল করা হয়। বিএনপির নয়াপল্টন কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে নাইটিঙ্গেল মোড় হয়ে আবার কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

নির্বাচন কমিশন ঢাকা সিটিতে সুষ্ঠু নির্বাচন চায় না অভিযোগ করে রুহুল কবির রিজভী বলেন, সুষ্ঠু ভোট চাইলে রোজ বিএনপি সমর্থিত প্রার্থী ও সমর্থকদের ওপর ছাত্রলীগ-যুবলীগের সন্ত্রাসী হামলা এবং গ্রেফতার করা হত না। এসব জেনেও নির্বাচন কমিশন উদাসীন থাকতে পারত না।

এই নির্বাচন কমিশনকে দেশের মানুষ ক্ষমা করবে না উল্লেখ করে তিনি বলেন, এই সিইসির অধীনে এ পর্যন্ত যতোগুলো নির্বাচন হয়েছে সেগুলোতে শুধু একতরফা, ভোট লুট, রাতের আঁধারে ব্যালটে সিল মারার নির্বাচন হয়েছে। যোগ হয়েছে সরকার দলীয় সন্ত্রাসীদের দৌরাত্ম্য ও তাণ্ডব। এসব দেশের মানুষ কোনও দিন বিস্মৃত হবে না।